জানি মম প্রহত দেহে আছে, কত গভীর কাটা চিহ্ন,
art by Derek McCrea
বহু রক্তের ডেলা, অনেক কাঁটা বিদ্ধ আহত
কোষ, তবুও জীবন আগুয়ান, যে
বিন্দুতে এসে হারিয়েছি
অস্তিত্বের মূল্য,
ওই উত্স
হতে পুনরায় নব ভ্রমণের সূত্রপাত, শেষ বিচার -
থাক ভবিষ্যতের বুকে, এখনো সুদুর প্রান্তরে
থেমে আছে চঞ্চল গন্তব্যের অপেক্ষা,
এখনো জীবন চায় দিগন্তের
অদৃশ্য ভালবাসা,
এখনো
তোমার চোখে আমার কদর যাই নি হারায়ে, -
আজ ও তুমি সেই মধুময় সন্ধ্যা !
আজ ও আমি ওই তৃষিত
আঁধার, বুকে
জড়িয়ে
রাখতে চাই নিশিপুষ্পের প্রগাঢ় প্রণয় গন্ধ - - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/art by Derek McCrea