আকাশের পথিক
শহর, হাওয়ায় শুনেছে বর্ষার
খবর, ভিজার সাধ নিয়ে
বসে রয়েছে জীবন
ভর, সে যেন
খারিজ
রেল পথ, চেয়ে থাকে কচুরিপানার
ভাসন্ত জগত, ফিঙের শুন্যে
ঢেউ খেলা, কলমির
বাতাসের সঙ্গে
গুজব,
সেই বন তুলসীর ঝোপে, খুঁজে মন
লেবুফুলের গন্ধে লুক্কায়িত
পথ, বুকের উপরে
হেঁটে যায় শিশু
সম দুই
জড়িত হাত, সুদূরে বর্ষা এখন থেমেছে
মনে হয়, দিনান্তে যেন স্যাঁতসেঁতে
ভাব, ফোনের তার একাকী !
উড়ে গেছে চড়ুই র
ঝাঁক, সাঁঝের
গগনে
ভেসে চলেছে দিশাহারা রঙ্গীন ঘুড়ি -
ক্রমশঃ স্মৃতির আঁধারে
হারিয়ে চলেছে
নিরীহ
ভালবাসা,