শনিবার, ৯ নভেম্বর, ২০১৩

পারদর্শী স্বপ্ন - -

পারদর্শী হৃদয় চায় সুক্ষ্ম দৃষ্টি, গভীর ঠাহরের
অনুভূতি, দেহের অপর পারের পরশ,
যেখানে ভৌতিক সুখ অর্থহীন,
অন্তহীন প্রেমের সন্ধান,
এমন উপলব্ধি !
যে ভরে
দিতে পারে মরুপ্রান্তরে উর্বরতার প্রত্যাশা - -
এক এমন চোখের ছায়া, যে বুকের
দহনে জাগিয়ে যায় শাশ্বত
শীতলতা, জীবন
খুঁজে পেতে
চায় এক এমন উপগ্রহ, যেখানে মানুষের মূল্য
সবার উপরে, এক এমন মুক্ত সামাজিক
সংরচনা, যার সীমানায় দর্শনের
কোনো কাঁটার বেড়া নাই,
হৃদয়ের পলকা
ভাবনায়
যেখানে ভেসে রয় মানবিকতার সুরভি - - - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
transparent dream