রবিবার, ২ অক্টোবর, ২০১১


শিমুল রঙ্গী সকাল 

জানি না কোন পরিপৃক্ত মনের 
ভাবনা নিয়ে, ঝরে যায় 
উন্মেষিত শিউলি 
বৃন্ত 
এখনো নিবিড় রাতের নিরবতা 
ধরে আছে হৃদয়ের আঁধার 
জানি না কোন দেশে 
জেগে রয়েছে 
শিহরিত শরতের চাঁদ, কার মৌন
অনুচ্চারিত মর্মে, জীবনের 
ছায়া খুঁজে হারানো 
পূজা মণ্ডপের
সেই শিশু,
ভিড়ের মাঝে যেন চেয়ে রয়েছে -
অশ্রুমুখে, সরে যাওয়া 
আপনজন, সাঁঝের 
অন্তিম 
ডিঙ্গা যেন অপার বিলীনতার মুখে, 
প্রতিধ্বনিত নিরীহ, কচি 
আত্তয়াজ হেঁটে চলেছে 
বনেদী বাড়ির 
পাঁচিল
জড়ানো পথে, কুড়িয়ে রাখতে চায় 
কিছু স্বপ্নের কুঁড়ি, কিছু ছিন্ন 
বিল্ব পত্র, দিতে চায় 
অর্ঘ্য, মন্ত্র -
বিহীন, 
পুষ্পাঞ্জলির গান ধরেছে পুরোহিত,
কম্পিত হাতে সে চায় ধরে 
রাখতে বেঁচে থাকার 
বিকল্প, শিমুলরঙ্গী 
সকাল. 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/