দমকা ঝড়ের সেই তমসাবৃত রাত্রি
মন্ত্রমুগ্ধ করে গেছে জীবনের শুন্যতা,
সহসা বিস্মিত মনের আঁধার -
আকাশীয় ক্ষনিক আলোয় গেছে
পরিপূর্ণ ভরে, পুলকিত লোম ছিদ্র !
গেছে ভেঙে নদীর সর্ব পাষাণী তটবন্ধ,
অপ্রত্যাশিত রোমাঞ্চে প্রেমের আবেগ -
যেন প্রশান্ত মহাসাগরে ডুবেছে বৃহৎ
হিমশৈল,তীরের সমস্ত উপত্যকা
হটাত জল প্লাবিত, মহৎ ভাস্যভূমি !
তলদেশে যেন দীর্ঘ্য নিঃশ্বাস,
প্রবাল দ্বীপে জাগৃত রঙের খেলা,
উদ্ভাসিত হৃদয়ের বন্যা নিয়ন্ত্রণ বিহীন,
বুকের নিম্ন ভাগে শীতাগ্নির উদয়
ভুমিগ্রস্ত ভাবনার কন্দে অদৃশ্য অঙ্কুরণ,
জীবনের ছন্দে অনাম সুবাসিত গন্ধের
অতিক্রমণ, ইন্দ্রজালিক সানিদ্ধ্যে
পুংজাতীয় মকরন্দের বিস্ফোরণ -
অবাক মায়াবী রাত চেয়ে রইলো শুধু
উড়ন্ত শিমুল তুলো কিংবা আবেগের
সারি সারি রুপালি মেঘের উড়ে যাওয়া,
চাঁদের পার্শ্বে গেছে তারা মিশে,
উদভাসিত এক বিরাট বলয়ের পরিনিতি !
ঝিমন্ত চোখে এখন বিন্দু বিন্দু
শিশিরের সংগ্রহ করে থাকে -
প্রণয়ের শেষ প্রহর !
--- শান্তনু সান্যাল