পরিচয়ের রং
প্রখর গ্রীষ্মের অপরাহ্নে জানতে চেয়েছিল
সে আমার পরিচয় পত্র, সবুজ কি বাদামী,
হাত সরিয়ে জানিয়ে দিয়েছে
বিধর্মীয় হবার সাস্তি, আমি দিতে পারি নি
ধর্মনিরপেক্ষ দেশের পরিভাষা
সে আমায় জল ছুঁতে দেয় নি, ফেলে
দিয়েছে পরিচয় পত্র
ঘৃণিত ভাবে নিজস্ব ভাষায় দিয়েছে
গালাগালি, সেটা না বোঝার ভান করে
আমি ফিরে আসি, ওই রঙের
ভেদাভেদে গোটা পৃথিবী কে তারা করেছে
বিধ্বস্ত, তারা শুধুই এক মাত্র
ঈশ্বরের বৈধ সন্তান,
স্বর্গের সাম্রাজ্য শুধুই তাদের জন্য, সে দিন
আমি দেশের মাটির মূল্য বুঝেছি,
নিজের সংস্কৃতির গর্ব করেছি,
তবু ও আমি ঘৃনা করতে পারি নি -
দুঃখ যে তাদের কে মনুষ্যতা বোঝাতে পারি
নি,হয় ত তারা ঈশ্বরের নিকটে
নিরাকার, ভাব বিহীন, কিংবা মহাবিজ্ঞ
পথের যাত্রী, মনের ব্যথা বুঝে না
তারা তাদের পছন্দের পরিচয় পত্র চায়.
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
প্রখর গ্রীষ্মের অপরাহ্নে জানতে চেয়েছিল
সে আমার পরিচয় পত্র, সবুজ কি বাদামী,
হাত সরিয়ে জানিয়ে দিয়েছে
বিধর্মীয় হবার সাস্তি, আমি দিতে পারি নি
ধর্মনিরপেক্ষ দেশের পরিভাষা
সে আমায় জল ছুঁতে দেয় নি, ফেলে
দিয়েছে পরিচয় পত্র
ঘৃণিত ভাবে নিজস্ব ভাষায় দিয়েছে
গালাগালি, সেটা না বোঝার ভান করে
আমি ফিরে আসি, ওই রঙের
ভেদাভেদে গোটা পৃথিবী কে তারা করেছে
বিধ্বস্ত, তারা শুধুই এক মাত্র
ঈশ্বরের বৈধ সন্তান,
স্বর্গের সাম্রাজ্য শুধুই তাদের জন্য, সে দিন
আমি দেশের মাটির মূল্য বুঝেছি,
নিজের সংস্কৃতির গর্ব করেছি,
তবু ও আমি ঘৃনা করতে পারি নি -
দুঃখ যে তাদের কে মনুষ্যতা বোঝাতে পারি
নি,হয় ত তারা ঈশ্বরের নিকটে
নিরাকার, ভাব বিহীন, কিংবা মহাবিজ্ঞ
পথের যাত্রী, মনের ব্যথা বুঝে না
তারা তাদের পছন্দের পরিচয় পত্র চায়.
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/