নবম মাসে
সংকীর্ণ দ্বার,প্রকাণ্ড গর্ভ গৃহ,গহ্বর পথকোনো বাধা নাই,যাও অন্তঃপুরে -
প্রলয় শিখা উজ্বলিত,হৃদয় পরিশোধন
সতত প্রবাহিত, নিদারুন হাতুড়ির ঘাত !
চিরযৌবন লালসা, জীবনের পূর্ণ ভোগ
লজ্জা নিষেধ, খুলে রাখো বস্ত্র খানি
মুখোশ,মুদ্রাদোষ,পরকিয়া প্রেম,সজ্জনতা
অসুভিধে কোথায়, দুর্যোধনের নগ্নতা
গান্ধারীর সতীত্ব, অমরত্ব গ্রহণ কর -
পারদর্শী কাচের পাত্র, অদৃশ্য দ্রব্য কিংবা
শুক্র জল পান কর, প্রলয় নৃত্যের পূর্বে
ভুল না,এক বার দেখতে আত্ম প্রতিচ্ছায়া !
প্রক্রিয়া অশেষ, হস্তাক্ষর রয়েছে বাকি
জামিন বাহ্য দেহ প্রস্তর, পুনরায় প্রাপ্তি
পরিশ্রুত প্রণালী, অনন্ত অসীমের যাত্রি
আর ভাবনা কিসের, পূর্ণ আলোকিত রোম
প্রতি রোম, দাও ভুবন পার পাড়ি
ফিরে যাও গর্ভাশয়ে বিপরীত স্রোতে
পুনর্জন্ম নবম মাসে, দেখবে নিজেকে
বিশুদ্ধ রূপে, স্বর্ণিম আভায় ঝল মল নিখুঁত.
---- শান্তনু সান্যাল