মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

অদ্ভুত বন্দিশালা - -

সম্ভব কোথায় বুকে আকাশ ভরে রাখা,তার
চাহিদা কল্পনার বাহিরে, জীবন 
সীমাবদ্ধ, ক্ষণিক মুহুর্তের 
খেলা, তার দাবির 
এলাকা খুবই 
বিস্তীর্ণ,
বহু জন্মের পরেও, যেন সীমান্ত হাতছাড়া, -
তার পরশে আছে জানি না কেমন 
অনল তরঙ, ভেসে ওঠে 
অভিলাষের শিখা,
ভস্মিত 
ভাবনার স্তূপ হতে, ফিরিয়ে আনে বারংবার 
দেশান্তরী ভালবাসা, উন্মুক্ত মনের 
পিঞ্জর, তা সত্তেও উড়ে যেতে 
চায় না সিক্ত সম্বেদন !
অদৃশ্য ভাবে 
আটকিয়ে রাখে তার চোখের জীবনদায়িনী, 
অদ্ভুত বন্দিশালা - - 
* *
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Pauline’s Paintings