সোমবার, ৯ এপ্রিল, ২০১২


প্রণয় পরিধি 
নেহ অথবা স্পৃহ যাই বল , অভিধানটা কোনো
দিনই পূর্ণ হয় কি, মনের অথৈ গভীরতার 
উপসংহার চিরদিনই অপূর্ণ, সুতরাং 
যথারীতি ভালোবেসে গেলাম,
তার চাহনির অর্থ যা ও 
ছিল অন্তঃকরণে 
প্রতি বার 
সে রেখে গেছে তুহিন ভেজা অনুভূতি, তার 
আসা যাওয়ার অন্তরালে লুকিয়ে থাকে 
রহস্যময়  আলোর দপদপানি,
কখনো আচমকা 
আবেগ 
আবার অনেক সময় ঝিকিমিকি জোনাকির 
সদৃশ আবেশ, সঠিক বলতে কিছুই 
নয়, সে যেন ভরা রোদের 
বৃষ্টি, এক দিক থেকে 
আসে অন্য দিকে 
ভিজিয়ে 
চলে যায় পথের পাহাড়, উপত্যকা, মরুভূমি,
অকস্মাত সব কিছু উলট পালট, 
পূর্বাভাস বলে এখানে 
কিছু নাই 
তার 
প্রণয়ের পরিধি রেখায় জীবন ঘুরে অবিরাম.

- শান্তনু সান্যাল
oil-painting-by-ishrath-humairah


রঙ্গীন খড়ি 

প্রতিশ্রুতির টানে দেখো ফিরে এলাম, এখন ও 
ঘুমন্ত চোখের কি ঘোর কাটে নি, অলিন্দ 
ছুঁয়ে আছে এক ফালি কচি রোদ্দুর,
চেয়ে আছে আধ খোলা 
গোলাপের পাপড়ি,
কাঁটার উপরে 
এক ফোঁটা নিহার কণা, কিশলয় পাতার ওই 
সবুজ প্রতিফলন, রাতের ছোঁ কিন্তু 
ধরে রাখতে পারি নি সিক্ত 
অন্তর্মন, ভাবনারা 
জোনাকি, তাই 
আঙ্গুলের ফাঁক হতে উড়ে গেছে স্বপ্নের পিছনে,
আস্ত এক জ্যান্ত সকাল আবার দাঁড়ায়ে,
নিয়ে জীবনের অসমাধিত এক 
নতুন সমীকরণ,পুনরায় 
হাঁটা বুকে নিয়ে 
অজ্ঞাত 
যেন এক সংবেদন, ঠিক শিশুর লাজুক হাতের 
স্লেটের উপরে লেখা ভুল বানান, মুছে 
আবার ভালো করে লেখা, রঙ্গীন 
খড়ির ডগায় লুকিয়ে আছে 
সৃজনের বর্ণমালা, 
ভাঙলে ও 
লিখন থামে না, সূর্য্য উঠে চলেছে তপ্ত শুন্যে  - - 

- শান্তনু সান্যাল
sun rise - Artist Adrian Turner