চড়ুই ঝাঁক ফিরে এসেছে ওই নিঃসঙ্গ
painting by Janis Zroback
খেজুরগাছের মাথায়, সুদুর
পশ্চিমা প্রান্তে সূর্যের
পরিচয় গেছে
হারিয়ে,
খুঁজে মন এক মুঠো স্নিগ্ধ আলো, এই
চন্দ্র বিহীন রাতে, শুনেছি
আজ আছে মহানগরে
রোশনাইর মেলা,
উত্সবের
নিনাদের মাঝে, জানি ভুলে যাবে -
সবাই, শহরতলির আঁধার,
অবনমিত মুখের
কাহিনী,
উলঙ্গ শিশুর শুন্য চোখের নিরাশ্রয়
স্বপ্নের বাস্তবিকতা, পড়ে রবে
সকালের বুকে আবার
কিছু এলোমেলো
ভাঙ্গা পান
পাত্র, বাজি পটকার রঙিন কাগজের
খোল, বারুদের গন্ধ, এক
দুঃখপ্রকাশের ছোট্ট
চিরকুট !
মনেই ছিল না যে পাশেরবাড়ি তে
কাল রাত আলো জ্বলি নি,
তারা কি আগের
রাতে ছিল ?
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/