বুধবার, ৯ মে, ২০১২


শেষ প্রহরের ক্ষীণ আলো 

নিঃশব্দ বেদনা, গহিন নিরবতা , আর নিহন্তা রাত্রি ! 
রক্তরঞ্জিত ভাবনা যেন হেঁটে চলেছে বহুদূর,
না কোনো পৃথিবী, না আকাশের ছায়া 
ডুবে চলেছে নীহারিকার আলো 
কেমন যেন ঘোলাটে সব 
কিছু, চার দিকে 
শুধুই
নিস্তব্ধতা, ছায়াময় সেই প্রেমের পিঞ্জরে পড়ে আছে 
কিছু স্মৃতির রঙিন পাখনা, উড়ে চলেছে 
কার গানের স্বরলিপি অথবা প্রণয়ী
প্রাণের তুলো, ঝরে চলেছে 
নিশিপুষ্পের শ্বেত 
পাপড়ি !
বুক হতে কে তুলে নিতে চায়, বিন্দু বিন্দু শেষ প্রহরের 
জোছনাময়  সুরভি - - -

- শান্তনু সান্যাল
painting by Heade Martin Johnson