যুগান্তকারী প্রেয়সী
ধরেছে কবীরের পথ - মায়া মহা ঠগনি,
হম জানি, দেখতে পাই স্পষ্ট তার
নিজ মনে হেঁটে যাওয়া, সে
এখন পৌষের উন্মুক্ত
আকাশে খেলে
চলেছে
ছেঁড়া ঘুড়ির খেলা, ছাদের জগতে শ্রাবণের লাগি
যজ্ঞ, ঠিকই ত কৃত্রিম বৃষ্টির যুগে ওই
পরিত্যক্ত ভূমির জন্য ক্রন্দন
অর্থহীন নয় তো কি,
সে যুগান্তকারী
প্রেয়সী,
লোক দেখানো, মরা বট বৃক্ষের পরিক্রমা করে -
না, সত্যবানের সত্যতা তার অজানা
নয় তাই, সাহিত্যের বই গুলো
থলি তে ভরে ওই পুরাতন
বইর পাড়ায় সে
দিয়েছে
পাড়ি, বেচে আসবে সমস্ত আজে বাজে গ্রন্থাবলী,
কিছু বৃথা প্রেমে ঠাসা কবিতার গুচ্ছ,
কিছু মৃত ভাষায় লেখা উপদেশ,
কিছু পচা রাজনৈতিক
চিন্তাধারা,
কিছু
সম্প্রতি কিছু অতীতের প্রতিশ্রুতি - - -