শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৩

আকাশের অজ্ঞতা - -

অন্তরে লেখা মৌন কাব্যের সীমানা
ছিল সীমাবদ্ধ, তাই প্রেমের
পরামিতির মাঝে
জীবন
বাঁধা যায় নি, সে এক রিক্ত অঙ্গুরী
রত্ন বিহীন পড়ে রইলো,
পরিত্যক্ত, সিক্ত
আঁখির
তীরে, ফিরে গেছে জোয়ারের ঢেউ
বহু বারে, ছুঁতে পারিনি
কেউ সেই গুপ্ত
তৃষার
মূলবিন্দু, উড়ে গেছে মেঘের বাষ্প,
বুকে চাপিয়ে ঘনিভুতের
অশেষ কামনা !
ধুসর
মরু চেয়ে রইলো চিরন্তন আকাশের
অজ্ঞতা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by Scott Milo