শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪

শল্কের দাগ - -

আজ ও মনে কৌতুহল জাগে, জানতে 
খুব ইচ্ছে করে, ওই ডায়েরির 
পৃষ্ঠায়, কি এখনো আছে 
আমার দেওয়া 
গোলাপ !
আজ ও বুকে মৃদু ভাবনার ঢেউ ওঠে,
জানতে চায় হৃদয়, আজ ও কি 
লেখা আছে আমাদের 
যুগল নাম ওই 
অনামা
গাছের কাণ্ডের উপরে, আজ ও মনে -
পড়ে তোমার অজ্ঞাতসারে, 
কিংবা জেনেশুনে
আমার হাত 
ধরা !
ক্ষণিকে,একটু দুরে সরে যাওয়া, পুনঃ 
কাছে আসা, আজ ও শিরায় 
শিরায় অদ্ভুত রোমাঞ্চ 
জাগায়, তোমার 
ওই প্রথম 
পরশের ছোঁয়া যেন জড়িয়ে আছে - -
দেহ ও প্রাণে, যদিও অমূল্য 
মুহুর্তগুলো, রেশমী 
প্রজাপতির 
রূপে 
উড়ে গেছে বহু কাল আগে ! কেবল 
আছে আঙ্গুলের ডগায় কিছু 
শল্কের দাগ, পলকা 
অনুভূতির 
সাথে।
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
art by KEM