মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১১


ঘাটের সরু পথ 
নির্বিশেষে পরাজয় আত্মসাত করা
সহজ ছিল না, অনেক সময় উপায় 
খুঁজে পাওয়া খুবই কঠিন, দুষ্কর -
তবু ও বাঁচতে গেলে অনিচ্ছায়ে মন 
বহু বার করে যায় আত্ম - সমর্পণ,
এখানেই জীবন নৌকার মাস্তুল যায় 
কেঁপে, কিন্তু হৃদয়ের মাঝি কোনো 
ভাবেই হার মানতে হয় না রাজি, সে 
বেয়ে যেতে চায় মুহানামুখী জলপথে,
এক  দৃষ্ট একাগ্র চিত্তে খেলে যায় -
নিয়তির খেলা,তরঙ্গের চক্রব্যুহ রচে 
মায়াবী জগত, করে ক্ষনিক বিভ্রান্ত !
অস্থায়ী মেঘেরা শেষে উড়ে যায় দূর 
অজানা দেশে, চাঁদ উঠে আসে মৌন -
শান্ত রূপে, সাজে অম্বর আবার পূর্ণ 
লাবন্যে, কার নয়নের কাজলে রাত 
এঁকে যায় স্বপ্নের কাহিনী, জোছনার 
স্পর্শ বেঁধে রাখে মন তোমার প্রেমে, 
তীরের জোনাকি হয় উঠে উজ্জ্বল - 
উড়ে যায় সকালের ডাকে বহু দূর,
ঘাটের সরু পথে ঝরে বকুল শেষে !
-- শান্তনু সান্যাল