রবিবার, ২৬ মার্চ, ২০২৩

মনের ভিতরে - -

সত্যের সন্ধানে নিভৃত যোগী, আজন্ম রইলো তৃষিত,
লৌকিক থেকে অলৌকিক, পৃথিবী হতে শুন্যে
শুধুই এক মরিচিকা, নিরন্তর বিচরণ,
সজল হৃদ দর্পনে সে ছিল  মৌন
অবস্থিত ! বাহ্য জগতে
চিরন্তন অনুসন্ধান,
অন্তরতম
রইলো
চির অপরিচিত, ঠিকানা নিয়ে হাতে খুঁজে সম্পূর্ণ শহরে, নজর পড়ি নি কোনো দিন নিকট -
বর্তী আঙ্গিনায়ে, ফুটে আছে কত
পুষ্প বল্লরী মনের উপবনে,
খুঁজে চলেছে অনবরত,
শাশ্বত বিম্ব, নিরব
রয়েছে বুকের
মাঝ খানে, জীবন যেন রইলো স্থির চিরদিন ওই
উদ্গম স্থানে - -
- শান্তনু সান্যাল