শুক্রবার, ১২ মে, ২০২৩

অন্য কোনো সময় - -

এখনো অনেক কিছু অনাবিষ্কৃত, অনেক
কিছু অস্পৃষ্ট, শুধুই চোখের পরশে
দেখেছি জীবনের আলো ছায়া,
এখনো অনেক কিছু আছে
দাবি দেনা। তাই ভীরু
মন চায় কিছু
মন্থর হোক
জীবনের দ্রুতবেগ। এখনো অনেক পথে
আছে অপেক্ষারত সহযাত্রী, এখনো
জীবন খুঁজে পাই নি আকাঙ্ক্ষিত
বাসভূমি। সেই একটানা
যাযাবরবৃত্তি, তাই
মন চায় কিছু
ধীরে
চলুক জীবনের দ্রুতগামী ট্রেন। এখনো
আমার নিঃশ্বাস মিলে নি তার
নিঃশ্বাসে, সম্ভবতঃ, আমি
এখনো পরকীয় তার
কাছে। এখনো
অনেক
তটবন্ধ আছে ভাঙ্গনের পথে, এখনো - -
বন্য নদীর ধারা বাঁধতে পারি নি
আমি। এখনো তুমি আছো
একটু অচেনা, কাজেই
কিছু আরও
সময় যদি পেতাম পুনরায় ভালবাসতাম
তোমায় - -

* *
- শান্তনু সান্যাল