শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৩

অগ্নিরেখার ওই পারে - -

ইদানীং সব কিছু যেন আবছা, অর্থহীন !
কেমন যেন পরকীয় গন্ধ ভেসে 
আসে আত্মীয় স্বজনের 
মাঝে, আড়ষ্ট 
জীবন 
খুঁজে বেড়ায় নাকচ মঠের নীরবতা, -
রাখতে চায় লুকিয়ে, ক এক
ফোঁটা আকাশী অশ্রু,
বুকের পাঁজরে,
খুবই 
সাবধানে, ওই সজল অনুভূতির জানি -
আছে কিছু মুহুর্তের আয়ু, ঠিক 
কোন এক সময়ের সেই 
তোমার বুকের 
সিক্ত 
সোহাগ, অন্য বিকল্প খোঁজা সহজ নেই,
তাই অর্ধরাত্রির নিভৃত শেষ -
প্রহরে, জীবন পাল্টিয়ে 
চলেছে শুন্য 
চোখে 
অতীতের ডায়েরি, ভালবাসার পুরোনো 
দুর্বল পাতা, ছুঁতে চায় শুষ্ক ফুলের 
হারানো আবেগপ্রবণতা,
ভরতে চায় হৃদয়ে 
অধুনালুপ্ত 
গন্ধ !
কিন্তু কি সব কিছু মনের মতন পাওয়া 
যায়, শুকনো ফুলের নিচে এক 
বিবর্ণ দাগ ছাড়া, বাকি 
বলতে কিছুই নেই,
সময়ের 
নিজস্ব এক অগ্নিরেখা আছে বৈকি, পার 
হলেই সব কিছু শেষ - - 
* * 
- শান্তনু সান্যাল 
Oil Painting by Hellenne Vermillion

http://sanyalsplanet.blogspot.com/
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmFrCvJIStDVaby2oXyrDpho-Os1-xYkQEwWUVmQHHnOTrP_0L6F0WMGaO0fw-msOvF3shs0rrYTaCbj04hMIKrdVzKqXlw9U5nNVNCLiiclRR_j1B5G5wv4wFsWmnpky9Uv8WJD5HH-I/s1600/paintings+006.JPG