সময়ের স্রোতে বহে যায় সব কিছু,
কচি সকালের আলো ক্রমশঃ
হয়ে ওঠে ধোঁয়াটে আর
অতীতের দিনগুলো
মনে হয় যেন
ছাই গুড়ো
ছড়িয়ে
আছে ভাঙা কাচের টেবিলে অমনি
এলোমেলো।তোমার অনুরক্তির
টান ধরে রাখে বুকের পাঁজর
অদ্ভুত ভাবে, ঠিক যেন
কাগজ ফুলের লতা
জড়িয়ে আছে
ছারখার
পুরাতন ঘরের পাঁচিল, যদিও বহু
দিন আগে ফুলের মৌসুম গেছে
হারিয়ে, রয়েছে কাঁটার
সাথে কিছু হলদে
সবুজ পাতা।
তবুও,
জীবন চেয়ে রয় ধূসর আকাশের - -
দিকে, যদি কোনো দিন, সহসা
ঝাপসা দৃষ্টি খুঁজে পায় ওই
নীহারিকার বিলুপ্ত জগৎ,
স্বপ্নগুলো খুবই জেদি
কোনো ভাবেই
হাল ছাড়ে
না।
* *
- শান্তনু সান্যাল