তুমি আজ ও চেয়ে আছো প্রশ্ন চিহ্নিত
মুখে আমায়, অবাক, কিছু মুগ্ধ
বৈকি, আর আমি সেই
ফাঁকে ফেলে
চলেছি
স্বত:স্ফূর্ত অদৃশ্য ফাঁদ, অবশ্যই তুমি
এই মুহুর্তে খুবই নিরুপায়, ভেসে
যেতে চাও আবেগের প্রবাহে,
বহু দূর কোন শুন্যের
সীমানায়, ওই
কিছু
নিমিষের খুশির জন্য সর্বস্ব স্বাহার -
ঝোঁক, তোমার চোখে ঘনিয়ে
উঠতে চায় সুদূরের
থামানো ঝড়,
ওই জেনে
শুনে
সক্রেটিস হওয়ার বাসনা, জানি না
তোমার বুকের মাঝে কী যে
আছে প্রান্তবর্তী চাহিদা,
শলভের অন্তিম
অভিলাষ,
কিংবা মহা প্রলয়ের সঠিক পূর্বাভাস,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by ian goldsmith
মুখে আমায়, অবাক, কিছু মুগ্ধ
বৈকি, আর আমি সেই
ফাঁকে ফেলে
চলেছি
স্বত:স্ফূর্ত অদৃশ্য ফাঁদ, অবশ্যই তুমি
এই মুহুর্তে খুবই নিরুপায়, ভেসে
যেতে চাও আবেগের প্রবাহে,
বহু দূর কোন শুন্যের
সীমানায়, ওই
কিছু
নিমিষের খুশির জন্য সর্বস্ব স্বাহার -
ঝোঁক, তোমার চোখে ঘনিয়ে
উঠতে চায় সুদূরের
থামানো ঝড়,
ওই জেনে
শুনে
সক্রেটিস হওয়ার বাসনা, জানি না
তোমার বুকের মাঝে কী যে
আছে প্রান্তবর্তী চাহিদা,
শলভের অন্তিম
অভিলাষ,
কিংবা মহা প্রলয়ের সঠিক পূর্বাভাস,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by ian goldsmith