বাংলা আধুনিক কাব্য গুচ্ছ / BENGALI MODERN POETRY - শান্তনু সান্যাল / SHANTANU SANYAL © It's subject to copyright.
শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫
নিস্তব্ধ অন্তরে - -
আমার নিজস্ব বলতে কিছুই'ত ছিল
না এই জগতে, না দুই গজ জমি
না এক ফালি নীলাকাশ !
রিক্ত হাতের চির
ঘুরাঘুরি,
তাহলে কোন দুঃখে নীরব রাতে এই
জীবন করে একাকী ক্রন্দন,
নিশি পুষ্পের নিয়তি
যখন ঝরে
যাওয়া
তবে কেন এত বুকের বৃন্তে জড়িয়ে
রাখা, সারা রাত নির্বাক, সে
চেয়ে রইলো অজবীথি,
চোখের তীরের
ওই এক
বিন্দু বর্ষণে ছিল জীবনের অন্ত:শীল
শ্রাবণ, চন্দ্র বিহীন রাতে, তুমি
ছুঁয়ে ছিলে বোধ হয়,
আমার চোখের
মরু প্রান্তর,
তাই বুঝতেই পারো নি তফাৎ, ওই
শিশির ও অশ্রুর মাঝের সূক্ষ্ম -
রেখা, সে এক অভ্যন্তরীণ
ব্যাপার, সহজে
উপলব্ধ
হয় না, কেবল হৃদয়ে অনুভব করা
যায়, যাকে বলে এক জনমে
হাজার জনমের সুখ, শত
শত প্রবাহের সে
এক উদার
বুকের নদী, বহে যায় নিস্তব্ধ অন্তরে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Solo Song Red Poppy
না এই জগতে, না দুই গজ জমি
না এক ফালি নীলাকাশ !
রিক্ত হাতের চির
ঘুরাঘুরি,
তাহলে কোন দুঃখে নীরব রাতে এই
জীবন করে একাকী ক্রন্দন,
নিশি পুষ্পের নিয়তি
যখন ঝরে
যাওয়া
তবে কেন এত বুকের বৃন্তে জড়িয়ে
রাখা, সারা রাত নির্বাক, সে
চেয়ে রইলো অজবীথি,
চোখের তীরের
ওই এক
বিন্দু বর্ষণে ছিল জীবনের অন্ত:শীল
শ্রাবণ, চন্দ্র বিহীন রাতে, তুমি
ছুঁয়ে ছিলে বোধ হয়,
আমার চোখের
মরু প্রান্তর,
তাই বুঝতেই পারো নি তফাৎ, ওই
শিশির ও অশ্রুর মাঝের সূক্ষ্ম -
রেখা, সে এক অভ্যন্তরীণ
ব্যাপার, সহজে
উপলব্ধ
হয় না, কেবল হৃদয়ে অনুভব করা
যায়, যাকে বলে এক জনমে
হাজার জনমের সুখ, শত
শত প্রবাহের সে
এক উদার
বুকের নদী, বহে যায় নিস্তব্ধ অন্তরে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Solo Song Red Poppy
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)