উড়ন্ত পাতার মর্মরধ্বনির সাথে, তার আসার
সম্ভাবনা বেড়ে যায়, সে যেন বয়ে আনে
সুরভিত বন্যা, অদৃশ্য ভাবে
জড়িয়ে যেতে চায়
দেহ ও প্রাণে,
আকার
কি নিরাকার সে মুহুর্তে অর্থহীন, মন্ত্রমুগ্ধ - -
জীবন, খুঁজে অবিরত,পরম প্রণয়ের
মুক্ত মণিহার ! এমন সময়ে
বিষের পেয়ালা হয়ে
ওঠে পীযূষ
সদৃশ !
তার চোখের গভীরে ত্রিভুবনের ছায়া, ঘনিয়ে
আনে রহস্যময়ী বহুরঙ্গী মায়া, অস্তিত্ব
তখন ভেজা কাদামাটি, কার
পরশে হয়ে উঠতে চায়
অভিনব আকৃতি,
চন্দন গন্ধে
মাখা
সেই অনুভূতি, নিয়ে যেতে চায় অনন্য জগতে,
যেখানে জীবন খুঁজে পায় পরিপূর্ণতা !
* *
- শান্তনু সান্যাল