রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩

শীতের সে কোন এক রাতে - -

শীতের সে কোন এক রাতে দেখেছি 
তোমায়, পল্লব বিহীন গাছের 
শাখা প্রশাখার প্রান্তে 
গুটিয়ে নিজের 
অন্তরে 
উচ্চাভিলাষ, চেয়ে আছো যেন সুদুর 
দিগন্ত পার, প্রথম সূর্য্য কিরণের 
বাসনা অথবা পরিপূর্ণ 
প্রস্ফুটনের এক 
অদম্য 
কামনা, স্থির পুরোদস্তুর নিজের - - -
জায়গায় নিশ্চল, সারা রাত 
ঝরেছে হিমের গুড়ো,
শীতের লহরে 
দেখি, তুমি 
অগোছালভাবে, ভেসে চলেছ একা - -
ওই উড়ন্ত, মিহি স্বপ্নের 
আকাশগঙ্গার 
পিছনে 
বহু দূর, অন্য কোনো এক উপগ্রহের 
সন্ধানে - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art -by-Anuj-Malhotra