উন্মুক্ত বাঁধন
সীমান্ত, নদী, পাহাড়, সমুদ্র পার,
ভেসে চলেছে আকাশের
নিগূঢ় আলোক
গহ্বরে,
ধরা দিতে চায় না সে, যদি ও প্রাণপণে
ভালোবেসেছি তারে, নিখোঁজ
কোন শিল্পীর সে এক
অসমাপ্ত কৃতি,
বোধ হয়
অতৃপ্ত দেহের আগুন নিয়ে উড়ে চলেছে,
শুন্যের অলৌকিক রং খুঁজতে,
নির্বাক মেঘের স্পর্শ,
অসময়ের
বৃষ্টি
কম্পিত বুকে নিয়ে একদৃষ্ট চেয়ে আছি
তার বিস্তীর্ণ মেরূপ্রভা, সে এখন
বিঁধে যেতে চায়, ত্বক ছিদ্র
হতে স্নায়ু, মাংস
পেশী হতে
অস্থি
মজ্জার জগৎ, সে পরাজয় করে চলেছে
ক্রমশঃ পুরুষত্ব, বাসনা, অহং,
ঢেলে চলেছে অজ্ঞাত
দিব্য অমিয়
স্রোত,
খুলে দিতে চায় সে আলিঙ্গনবদ্ধ মায়াবী বাঁধন.
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/