শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১১



বর্বর প্রণয় 

সম্ভবত, ভালো বেসেছিলেম
সক্রিয় আগ্নেয় গিরি ও মহাসাগরের 
মাঝখানে, কোথায় যেন 
ক্ষণিক আবেশে ছুঁয়ে ছিলেম তোমায়,
ধুম্র মেঘের দেশে, বিহ্বল রূপে 
বিভূতির বেশে জড়িয়ে গেছি তোমার 
অঙ্গে, বয়ঃ সন্ধির লোম কূপে 
তখন ছিল অগ্ন্যুত্পাত মারাত্মক ভাবে, 
পুষ্পকোষ সংরক্ষণে বিবেকহীন,
আলিঙ্গনবদ্ধ করেছি আসন্ন ধুলি ঝড় !
বাতাসে ছিল অদৃশ্য উদ্ভিজ্জানু 
দংশনের ভয়ে শুধুই টেনে রেখেছি কাছে,
অসূয়ক,বর্বরতা,আদিম মনোভাব 
হইতে তোমায় বাঁচাবো বলে, নিজস্ব আত্ম- 
শুদ্ধির পথ খুঁজেছি আমি,ভুকম্পিত 
আবেশ যায় না ছড়িয়ে অন্তরীক্ষের শুন্য 
গর্ভে, আগ্রহান্বিত
প্রেম করেছি
তোমায় ! 

--- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

painting by Stella Dunkley

কি যে তুমি খুঁজ ?
অয়নের বুকে এখনো খেলে অর্কের
শিশু,উষসীর মুখে রয়েছে 
ছড়ানো কিছু
সোনালী অভ্র, এক ফালি ছায়া নিয়ে 
জীবনের নদী বহে আঁধারমুখী 
সুদূরে কোন অশ্বত্থ তলে 
জানি তুমি গেছ 
দীপ জ্বলে, 
বন্য গাছড়া পেরিয়ে কেওড়ার বনে 
কেউটের থাবল বাঁচিয়ে 
মন উড়ে যেন 
বুলবুলি,
নৌকো ঠেলে মাঝির ভুল ভাঙানি 
মাস্তুল খুঁজে মাঝ দরিয়ায় 
মেঘের হুমকি বড়ই
ঘরোয়া, রোজ 
বলে 
নিয়ে যাবে বুকে জড়িয়ে সপ্ত সিন্ধু 
পারে, কোথায় যেন তুমি যাও 
ঝরে, প্রলম্বিত এক রাশ 
যখন ও দেখেছি 
হে জীবন 
কেন যে তুমি এত মনমরা, আকুল !
একাকী হেঁটে চলেছ নদীর 
সমান্তরালে, চেয়ে 
আছ এক 
ঠাউরে, ঢেউর চিত্রলেখ, ভাসন্ত মরদেহ 
বাসিফুল, ঘোলাটে মোচড়, ঝুলন্ত -
সেতু এখন আলোকিত, শুধায় 
তোমায়, বন্ধু ফিরে এস.
--- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
   

প্রারব্ধ 
জিজীবিষা 
সহজে যেতে দিতে চায় না দূরে 
ফিরে ফিরে আসি আমি
সিঁড়ি নামা দুভর! 
দুই ধারে  দাড়িয়ে রয়েছে কত 
চেনা মুখ, প্রতি মোডে
নানান প্রারব্ধ, 
বহু ভাব -
ভঙ্গী, ঘাটের সেই অর্ধনত গাছ 
হয়ত বাঁচতে পারত 
পারি নি, ওই 
চেনা কাশি, ছিঁড়ে চলেছে 
মাদুরের দেয়াল, ক্ষীণ আলোয় 
তার পুরাতন উই ধরা হাসি, শ্রাবনের 
প্রথম বৃষ্টি কি দেখেছে, জানি 
না, হটাত নিয়নের আলোয় হয় ত 
স্বপ্নের পালক ঝরে লুটিয়ে 
পড়েছে নিঃশব্দ, 
নিরব, আমার মুক্ত দেহের অর্থ আর 
খুঁজ না, এই জিজীবিষাই 
মরিচিকা, আমি খুঁজি 
তোমার মিথ্যে 
প্রতিশ্রুতি, 
ভালবাসা, যে কোনো দিনেই ছিল না.
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/