মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৩

প্রতিপাদন - -

ওই বন্দিশালার বাইরে আলো থেমে রয় সারা 
রাত, যদি কোনো ভাবে সে পায় মুক্তি, 
এক দৃষ্ট চাহনির গভীরে ছিল 
এক শতাব্দীর দীর্ঘ 
ব্যথা ! 
খাঁচার দণ্ডের মাঝে তিল তিল করে দেহ ও -
প্রাণের ক্ষয়ে যাওয়া, আলোর প্রেম 
যেন কালজয়ী, শীত, তাপ 
বর্ষার কোনো প্রভাব 
মানে না, 
আঁধার ক্রমশঃ যায় ঘনিয়ে, ধর্ম দর্শনের জং 
ধরা বেড়ি পায়ে জড়িয়ে, চার দেয়ালের 
ভিতরে নিজের নিঃশ্বাস তখন 
অপরিচিত, বিম্ব যায় 
হারিয়ে দর্পণের 
নেপথ্যে !
আলো তবুও বসে থাকে লৌহ ফটকের - - 
সামনে, নিয়ে বুকে যুগান্তকারী 
অভিলাষ, ফিরিয়ে দিতে 
চায় তার অবদান, 
আগামী 
প্রজন্মের সৃষ্টির জন্যে, বুকের রক্ত হতে দুগ্ধ 
সরবরাহ করার জন্যে, গর্ভের জটিল 
উপগ্রহ থেকে পৃথিবীতে পা 
রাখার জন্যে, ঋণ -
মুক্ত হতে 
চায় সে, দিতে চায় তাকে পুনরায় প্রতিষ্ঠা - - 
প্রতিপাদন করতে চায় তার  দিব্য 
স্বরূপ - - মাতৃ রূপে 
সংস্থিতা,
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist JAHANGEER SABAWALA