রাতের সমস্ত যবনিকা একের পরে এক,
উঠে হলো শেষ, আকাশ গুটিয়ে
নিল আলোকিত শামিয়ানা,
সুদুর ছায়াময় দিগন্তে
দাঁড়িয়ে আছে
যেন
লজ্জাবতী সকাল, কিছু ক্ষণের নীরবতা,
তার পরেই জীবনের ম্যারাথন,
অলিন্দের গা ছুঁয়ে উপরে
উঠে চলেছে ''মর্নিং
গ্লোরির''
ওই সরু লতা, হাতে নিয়ে খবর কাগজ
তাকে দেখতে খুবই ভালো লাগে,
ঠিক যেন কোন এক নিরীহ
শিশু রোশনদানের
বাইরে দেখতে
চায় কিছু
উড়ন্ত পায়রার ঝাঁক, কিছু পথ ভোলা
হলদে প্রজাপতি ! কিছু পরিচিত
কিন্তু বিস্মৃত কড়া নাড়ার
শব্দ, খুঁজতে চায় মন
তোমার বিম্ব
নিজের
বুকের গভীরে, শিরোনামের ছাড়া আর
কিছুই পড়তে ভালো লাগে না - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
sparrow song
উঠে হলো শেষ, আকাশ গুটিয়ে
নিল আলোকিত শামিয়ানা,
সুদুর ছায়াময় দিগন্তে
দাঁড়িয়ে আছে
যেন
লজ্জাবতী সকাল, কিছু ক্ষণের নীরবতা,
তার পরেই জীবনের ম্যারাথন,
অলিন্দের গা ছুঁয়ে উপরে
উঠে চলেছে ''মর্নিং
গ্লোরির''
ওই সরু লতা, হাতে নিয়ে খবর কাগজ
তাকে দেখতে খুবই ভালো লাগে,
ঠিক যেন কোন এক নিরীহ
শিশু রোশনদানের
বাইরে দেখতে
চায় কিছু
উড়ন্ত পায়রার ঝাঁক, কিছু পথ ভোলা
হলদে প্রজাপতি ! কিছু পরিচিত
কিন্তু বিস্মৃত কড়া নাড়ার
শব্দ, খুঁজতে চায় মন
তোমার বিম্ব
নিজের
বুকের গভীরে, শিরোনামের ছাড়া আর
কিছুই পড়তে ভালো লাগে না - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
sparrow song