বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

অশান্ত ঢেউ - -

সেই অগাধ চোখের তলদেশে পৌঁছনো -
খুবই কঠিন, তবুও মন চেয়েছে 
ছুঁতে, তার অন্তর্তমের 
গভীরতা, তাই 
উদ্ধ্বস্ত করে 
জীবনের সমস্ত সীমাবদ্ধতা, হৃদয় খুঁজে 
বেড়ায় তার বিলুপ্ত প্রবাহের মূল 
বিন্দু, যদিও সে অধরা, 
ধরা দিতে চায় 
না কোনো 
ভাবে, তবু ও ধেয়ে যায় মনের আহত -
হরিণ ! কুহেলিভরা পথে অবিরাম, 
নদী পাহাড়, নির্ঝর পেরিয়ে 
অজানা দেশে, আপন - 
ভোলা মনে, 
ভুলে যায় ব্যথা বেদনা, রক্ত ঝরিত - -
দেহের, চোখের আগে ভেসে রয় 
শুধুই প্রণয় সরোবরের 
অশান্ত ঢেউ - - 
* * 
- শান্তনু সান্যাল 
  
http://sanyalsplanet.blogspot.com/
lotus mystery