এ কেমন বিষণ্ণতা ঘিরে রয় জীবনের -
সাথে, ভিড়ের মধ্যে যখন মানুষ
একাকী, আশেপাশে যেন
ছায়ার স্রোত যায়
ভেসে, চেনা
গলির
মোড়ে দাঁড়ানো জীবন, জিজ্ঞেস করে -
নিজের ঘরের ঠিকানা, পরিচিত
চেহেরা তখন অনভিজ্ঞ !
নীরব মাথা নাড়ায়,
সেই বিস্মিত
মুহুর্তে
মানুষ খুঁজে হারানো পরিচয় পত্র, সব
ভালবাসার পুরাতন দলিল তখন
বাতিল, নিমিষের ব্যপার,
দরজায় জড়ানো
নামফলকের
ভাঙ্গন !
কৌতুহল চোখে জানাশোনা মুখ আধ -
খুলে দরজা হতে চেয়ে রয় -
বিস্ফারিত চোখে,
ফিরে যায়
জীবন
শুন্য বুকে, বহুদূর কুয়াশা ভরা পথে -
একাকী ঝরা বসন্তের দেশে
অভিযোগ বিহীন, এই
অনুভূতির মাঝে
লুকিয়ে রয়
অব্যক্ত সারাংশ ! মায়া জালের ছিঁড়ে
যাওয়া, বাস্তবিকতার সাথে
সাক্ষাৎকার - -
* *
- শান্তনু সান্যাল
unknown door