সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮

একফালি রোদের অভিলাষ - -

উঠোনের আয়ু ফুরিয়ে গেছে কিংবা রোদের
নিজস্ব নির্বাচনের মাপদণ্ড ! বলা হয়ত
মুশকিল, কিন্তু এটাই জীবনের
বাস্তবিকতা, সময়ের
স্রোত থামে না
কোনো
ভাবে, নিঃশব্দে ভাসিয়ে নিয়ে যায় এপার -
ওপারের সব কিছু, দুই কূলের ধারে
পড়ে থাকে শুধুই স্মৃতির ধূসর
খোলস আর কিছু বিস্মৃত
গানের স্বরলিপি।
জীবনের
নৌকো
আপন মনে ভেসে যায় সুদূর অতৃপ্ত সন্ধানে,
সহসা ফিরে দেখি, অনেক দূরে, এখনো
আবছা আলোয়, কে যেন দাঁড়িয়ে
আছে ঘাটের চত্বরে, চোখে
নিয়ে একরাশ স্বপ্নের
অঞ্জলি, ভাসিয়ে
দিতে চায়
মায়ার
বাঁধন নদীর গভীর বুকে। হটাৎ সব কিছু - -
যেন সহস্ত্রমুখী আরশিনগর, চারদিকে
প্রতিধ্বনিত নিজের প্রতিফলন !
আর রাত্রি শেষে নদীর
অসময়ে শুকিয়ে
যাওয়া, সব
মিলিয়ে,
পলাতক ভাবনারা, না চেয়েও পুনঃচ ফিরে
আসে দেহের ভাঙা পিঞ্জরে, উঠোনের
একফালি রোদের অভিলাষ,
সহজে কি ফুরায় ?

* *
- শান্তনু সান্যাল 

 

সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

রূপান্তরণ - -

এখানেই উদলা সকাল গায়ে ঢাকে মেঘের
ছায়া আর ফেলে আসে শেষ রাতের
ঝকমকে মুখোশ, এখানেই তুমি
আর আমি, আবার খুঁজি
নতুন করে বেঁচে
থাকার কোন
অন্য
কারণ। কিছুই হতে পারে, যেমন ধরো তুমি
আবার হতে চাও প্রজাপতির রঙ্গীন
ডানা আর আমি শিশুর হাতের
পরশ, এখানেই অভিলাষের
ভেজা মাটি, বুকের
মাঝে লুকিয়ে
রাখে
আগামী কালের ফুলের গন্ধকোষ, এখানেই
তোমার চোখের গভীরে, আমি খুঁজে
পাই পুনর্জন্মের কিছু পদচিহ্ন।
এখানেই তোমার নিঃশ্বাসের
উষ্ণতা, ফিরিয়ে আনে
পুনরায় রুষ্ট শ্রাবণ,
এখানেই তুমি
আর
আমি হয় উঠি হটাৎ অরণ্য অনল, আকাশ
পাতাল জুড়ে তখন শুধুই অন্তহীন
ধুম্র প্লাবন ! 

* *
- শান্তনু সান্যাল
 


 

শনিবার, ৯ জুন, ২০১৮

হারানো জলোচ্ছ্বাস - -

কলরবের ঠিকানা আজ আর খুঁজে পাবে না,
রাজপথের যত সব বুড়ো বৃক্ষ গুলো
যথাক্রমে ধরাশায়ী, পাখিরা
আর আসে না, জলাভূমির
উপরে প্রোমোটারের
পাহারা, হয়ত
আগামী
দিনে, বিশাল মলের মাঝে ভেসে উঠবে মানুষ
নির্মিত ঝিল, ভেসে উঠবে ছায়াপথের ওই
মিথ্যে প্রতিফলন, নকল উদ্ভিদের মাঝে
রঙ্গীন মাছের আবেগশূন্য খেলা,
প্রেম - অভিলাষ সব কিছুই
থাকবে যথারীতি কিন্তু
হৃদয়ের শূন্যতা
খুঁজে পাবে
না বৃষ্টিতে ভেজা রামধনু, খুঁজে পাবে না অর্ধ
উলঙ্গ শিশুর হারানো জলোচ্ছ্বাস - -

* *
- শান্তনু সান্যাল 



  

শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮

যখন নিঝুম এই সৃষ্টি - -

সুদূর অরণ্যে পল্লববিহীন মহুয়া বনে
যখন জেগে ওঠে হটাৎ দাবানল,
তখন সুপ্ত স্বপ্নগুলো বুকের
মাঝে জাগায়  মধ্য -
রাতের জ্বলন্ত
অভিলাষ।
এই স্বপ্নগুলো নিয়েই জীবন আজ ও
কালের মাঝে বাঁচিয়ে রাখে সব
কিছু, আকাশ তখন খুবই
কাছের মানুষ, যেন
দুটি হাত বাড়িয়ে
বুকের মাঝে
টেনে
রাখতে চায় পৃথিবীর জ্বালা যন্ত্রনা, রাত
ধীরে ধীরে হয় ওঠে অন্ধ প্রলেপ,
ঢেকে দিতে চায় সমস্ত দুঃখ -
বেদনা নিবিড় আঁধারের
আড়ালে। পৃথিবী,
যথারীতি
অনন্তকালের সমর্পিতা, শেষ প্রহরের
আগে জোছনার স্রোতে ভাসিয়ে
দিতে চায় দেহ ও প্রাণের
তরণী।

* *
- শান্তনু সান্যাল 

সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

স্মৃতির সৈকতে - -

 খুঁজে পাওয়া মুশকিল সময়ের সাথে
যারা হারিয়ে গেছে কোনো এক
কাল বৈশাখীর রাতে, জানি
তুমি আজও খুঁজে বেড়াও
মুছে যাওয়া পদচিহ্ন,
যদিও তোমার
রিক্ত অঞ্চল,
বলে -
যায় কাহিনীটা ভিন্ন। আমার নোনা
জলের জলাভূমির তীরে আজও
ফুটে অজস্র ফুল, স্বপ্নগুলো
চিরন্তন জেগে থাকে,
আর চোখের
মেঘভরা
দুই কূল।রাত্রি শেষে যখন সারা শহর
ঘুমন্ত ঢেউর সাথে ভেসে যায় সুদূর
অজানা, আনন্দ লোকে, আমি
খুঁজি স্মৃতির কিছু ভাঙা
ঝিনুক গভীর
অন্তরে,
সবাই বেঁচে আছে যার যেমন আপন
সুখে।

* *
- শান্তনু সান্যাল




  


বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮

ডুবন্ত শহরের যাত্রী - -

নিবিড় অন্ধকারে, যখন থামলো বুড়ো
অশ্বত্থ গাছের কলরব, তখন
দেখি জীবন থেকে যেন
ছায়ার মাপ কিছু
বেশিই দীর্ঘ।
হাত
বাড়িয়ে কে যেন বলে আমি ডুবতে চাই -
না, আমি বাঁচতে চাই কিন্তু তার
মৌন চিৎকার, যথারীতি
হারিয়ে যায় ওই
সরু গলির
মোড়ে।
তাদের মান - অভিমানের ছকের খেলায়
আমি রইলাম নিরুদ্দেশ মার্জিনে,
তারা সবাই এখন ভাঙছে
গড়ছে নিজের মত
সমাজের ওই
জর্জর
কাঠামো, আমি আজও কিন্তু খুঁজে পাই -
নি, এক রাতের ঠিকানা, অবশ্যই
খসা দেয়ালের গায়ে কে যেন
লিখে গেছে আমাদের
টার্গেট দিল্লী - -
কিসের
জন্য
জানি না, হয়'ত তাদের আছে ছানিবিহীন
চক্ষু, আমি সুদূরে ঝাপসা আলোর -
পথ ছাড়া কিছুই খুঁজে পাই
নি।আস্তে আস্তে দেখি
সারা শহর
নিঃশব্দ
ভাবে ডুবে চলেছে মায়াবী রাতের অন্তহীন
অন্ধকারে - -

* *
- শান্তনু সান্যাল