বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৩

উদ্ভাসিত জগৎ - -

আবার আকাশ দেখি পলাশ ছোঁয়া, -
আবার কে যেন আড়ালে 
রেখে গেছে  ঠিক 
জানালার 
প্রান্তে কাঁচা মাটির পুষ্পাধার, হৃদয় 
ঝিলে আবার বুঝি ফুটতে 
চায় আবেগের সুপ্ত 
কুঁড়ি, কিছু 
আধ 
জাগা স্বপ্নের বুকে কে যেন লিখে - - 
চলেছে শৃঙ্গারময় কবিতা, 
পুনরায় মনে হয় -
জীবন উড়ে 
যেতে 
তত্পর শিমুল তুলোর সাথে, কোন 
অজানা সদ্য মুকুলিত অরণ্য 
কুঞ্জে, কোথায় হতে 
ভেসে আসে 
অজ্ঞাত 
অনুরণন, মেখে গায়ে বিগত রাতের 
জোছনার মিহি কণা, কার 
পরশ লেগে, দেহ ও 
প্রাণে জাগে 
সুবর্ণ 
আভা ! ক্রমে ক্রমে যেন অস্তিত্ব হয় 
চলেছে অভিমন্ত্রিত, কোন 
অদৃশ্য প্রণয়ের অবুঝ 
মোহিনী মন্ত্রে,
জীবন 
ছুঁতে চায় পুনরায় দিগন্ত পারের - - 
কল্পলোকের উদ্ভাসিত 
জগৎ - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



artist Carmen Melton