সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১২

জ্বলন্ত পথের যাত্রী

না পৃথিবী, না আকাশ, না সৌর মণ্ডল এক  
বিস্তীর্ণ কুহেলীর সাম্রাজ্য, না তুমি,
না আমি, শুধুই কল্প নদীর 
তীরে মিলনের ছদ্ম 
প্রতিশ্রুতি,
খুলতে যেও না রহস্যের সিন্দুক, কাচিক -
স্বপ্ন যাবে সহজে ভেঙ্গে, নিরীহ 
ভালবাসা থাকুক হয়ে 
এক গূঢ় অর্থপূর্ণ
কাহিনী,
ওই অন্তহীন পুরাকথার নেপথ্যে আছে বহু 
ভাবনার তরঙ্গ, কিছু বিলুপ্ত কিছু 
জীবন্ত, কম্পিত সেই ঝুলন্ত 
সেতু ঝুলে রয় দুই
নয়নের 
মাঝখানে, দেওয়া নেওয়ার দ্বন্দ্বে ফেসে আছে, 
এক অবোধ দীর্ঘ নিঃশ্বাস,ওই মায়ার 
মিহি জালের পিঞ্জরে তুমিও 
আবদ্ধ, আমিও খুঁজে 
পাই কোথায় 
মুক্তির 
দ্বার, মহা জ্বলন্ত পথের সবাই অগ্রসর যাত্রী - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


painting by EARL DUCK