বিকল্প বলতে কিছুই নয় এই মুহুর্তে আমার
http://sanyalsplanet.blogspot.com/
artist - jill deveraux
হাতে, তাই অনিচ্ছা বা ইচ্ছার প্রশ্নই
ওঠে না, শুধুই অগোছাল -
ভাবে স্ব বিলয়ন,
সব নির্ণয়
তোমার বুকে, পরশ পাথর কি অদৃশ্য বর্ষা,
জানি না কি যে আছে, তোমার
নিগূঢ় চোখের ঘনীভূত
মেঘে, ইদানিং -
মরুতৃষার
প্রয়োজন শুধুই এক পশলা বৃষ্টি ! ভাবনার
দোলনকাল খুবই ক্ষণিক, তাই
পল্লব ঝরার আগে কিছু
ফোঁটা আবেগ যদি
যায় ঝরে -
নি:সন্দেহে জীবনের তরু ভরে উঠবে - - -
নতুন কিশলয়ে - -
* *
- শান্তনু সান্যাল
artist - jill deveraux