বন্ধক
ছিল না, তাই শুধালাম এই ভাবে
জীবনের বিসর্জন, অবাক
করে সে তাকিয়ে
রইলো কিছু
ক্ষণ,
আমায় ও অপর পার্শ্বের মেঘ বিহীন আকাশ !
তখন বিকেলের ফেকাশে আলো তার
অর্ধ মুখমণ্ডলে খুঁজে চলেছে কিছু
মুহুর্তের আস্তানা, বিসর্জন !
কিসের, কিছু নিজস্ব
থাকলে ত,আহত
সারসের ভাঙা
তার ব্যথিত উত্তরে ভেসে উড়ে চলেছে, জানি
না কোথায়, নিষিক্ত নিঃশ্বাসের স্পর্শের
অনুভূতি ভিজিয়ে গেছে অন্তর,
নির্বাক চেয়ে রইলাম আমি,
বন্ধক জীবন অনেক
সময় বিচ্ছিন্ন
পড়ে থাকে
একান্তে,
কেউ মনে রাখে না ফিরিয়ে আনতে তাকে,
ভোরের আলোর সঙ্গী, কোনো জরুরি
নয় পথ চেয়ে রবে, নিঝুম সাঁঝে !
এই সকাল ও সন্ধ্যার মধ্যে
কত যুগ যায় গড়িয়ে,
কত জন যে, তা
মনে রাখে,
ভাবতে চায় না মন, সংক্ষিপ্ত জীবন ও দীর্ঘ
বন্ধকীয় ভালবাসা - - -
- - - শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/