শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩

নিয়ম ভঙ্গ কিছুই নাই - -

এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, কুয়াশা ভরা 
পথ হতে, অন্তহীন পরিভ্রমণ, আর 
তোমার  সাথে ওই যাত্রার 
কোনো এক মাইল -
স্টোনে,
অপ্রত্যাশিত দেখা, সংক্ষিপ্ত আলাপন, -
বিস্ময়ের সঙ্গে ক্রমশঃ জীবনে 
অদৃশ্য অনুপ্রবেশ, সহ -
যাত্রীর ভূমিকা 
তুমি করে 
গেছ সুন্দর ভাবে, সব কিছু যেন আগে -
থেকেই পরিকল্পিত, কিছু দূর 
হাঁটার পরে, কাঠের 
পুলে একটু 
বিশ্রাম,
ওই ফাঁকে নিঃশ্বাসের বিনিময়, দৈহিক -
গন্ধের অদলবদল, প্রজাপতির 
রূপে দুই জনের রূপান্তর,
মরু প্রান্তর হতে 
বর্ষা বন, 
মহানগর হতে সুদুর পাহাড়ের লুকানো -
গ্রাম, আবার কখনো সাগর 
সৈকতে ফেনিয়ে ওঠা 
মুহুর্তে, হারিয়ে 
যাওয়ার 
সুখ,বহুবার তুমি শুকের খোল বহুবার 
আমি তোমার বুকে রেশমী সুতোর 
জট, যতই গেছ খুলে অতই 
গেছি আমি মোচড়িয়ে
একাকার !
ওই কুয়াশার তীব্রতা ঘনিয়ে গেছে দিন 
প্রতিদিন, তবুও মন চায় কিছু 
ক্ষণ আর ও এই ভাবে 
ঢাকা থাক সব 
কিছু - - 
সূর্য্য উঠুক একটু আরও বেলা করে - - -

* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
art by samia