রবিবার, ৪ ডিসেম্বর, ২০১১

কোনো এক দিন

কিছুই না বলে, অনেক কিছু কহে যায়
তার নির্বিকার নিরবতা, মুক
সন্ধান যেন খর ফলক !
রক্ত বিহীন কেটে
যায় অন্তর
পটল,
সে এক হিমায়িত ধরাতল বুকের মাঝে
লুকিয়ে রাখে উষ্ণ জলধারা, ঢেকে
যায় তটভূমি কুয়াশার চাদরে,
জীবনের সেই প্রবঞ্চিত
ভোরে খুঁজে মন
ভালবাসার
মাস্তুল,
তার এমন ভাবে ঠাউর করে চাওয়া
থামিয়ে রাখে কিছু ক্ষণ উঠন্ত
স্বপ্নে ভিজা নারঙ্গ সূর্য্য,
শঙ্খচিলের নেড়া
গাছের শীর্ষে,
ডানা
গুটানো  ঘুম, যায় ভেঙে, এখন জীবন
চায় সব কিছু ফিরে পাওয়া, কিছু
দেহের গহ্বর জেগে উঠেছে
নিয়ে টাটকা গন্ধ,
পুনঃ ধরতে
চায়
জীবন, মধু ছন্দে ভরা  বাতাস, জাল
বুনে চলেছে অন্তর্মনের শিল্পী,
দুঃস্বপ্নের পাতা খুলতে
চায় না হৃদয়,
মথের শেষ
ছটফটানি চেয়ে আছে জানালার শার্সি,
ঝুলে রয়েছে কৃষ্ণ চূড়ার বৃন্ত
আসল কি নকল বলা
মুশকিল, বিম্বে
কি সব
কিছু
সন্ধান করা যায়, অবসরে ভাবব একদিন.

--- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
 PAINTING BY - autumn - JIM OBERST