অগম গভীরতা
গহিন চোখের সেই মিহিন আলোর মাঝে ভেসে উঠে প্রায়ঃ অস্ফুট ভাষা, ওই
স্থির জলরাশির ভিতরে খেলা
করে অগনিত ভাবনার
লুকানো ঢেউ, সে
মুচকি হাসির
ঝালরে
ঢেকে রাখতে চায় মিথ্যা অভিমান, তার
মুক অভিনয়ে ফুটে উঠে কত যে
আবেগের কুমকুমী সন্ধ্যা,
তার উড়ন্ত পরশে
মেখে রয়
সিক্ত
চন্দনের আভাস, যেন মন্দির দ্বারে উঠে
চলেছে সান্ধ্য বন্দনের ধূপের ধুম্র
বলয়ের অনুক্রম মালিকা,
না কিছু বলে ও সে
বলে যায়
জীবনের অপারিভাষিত অনেক গল্প, লিখে
রয় প্রণয়ের রোদ্র ছায়ার কাহিনী,
আমি ঠাউর করার চেষ্টায়
হারিয়ে যাই সহজে
ওই হৃদয়