তারা মানুষ ছিল, কি বর্বর আদিম প্রাণী,
হঠাৎ করে গেছে ধ্বস্ত সব কিছু,
উঠন্ত ধোঁয়ার মাঝে শিশুর
কান্না, বিচ্ছিন্ন আস্থা
নিয়ে দেউলের
দ্বারে
সে খুঁজে চলেছে নিজের পোড়া ঘরের - -
ঠিকানা, কোন পন্থের ছিল ওই
আততায়ী, কোন বন্য
সমাজের তারা
মুরুবি,
নিরীহ হারানো হরিণশিশু সম মন খুঁজে
তখন, সিংহীর বুকে স্তনের গ্রন্থী,
তারা নাকি ধর্মীয় পুরোধা,
এ কেমন বিশ্বাস, এ
কেমন পিপাসা
মানুষের
রক্তে যাদের তৃপ্তি, এ কেমন অনাসৃষ্টি !
মানবিকতা যেখানে অধ:পতন
মুখী - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Painting by Parag Pendharkar India
হঠাৎ করে গেছে ধ্বস্ত সব কিছু,
উঠন্ত ধোঁয়ার মাঝে শিশুর
কান্না, বিচ্ছিন্ন আস্থা
নিয়ে দেউলের
দ্বারে
সে খুঁজে চলেছে নিজের পোড়া ঘরের - -
ঠিকানা, কোন পন্থের ছিল ওই
আততায়ী, কোন বন্য
সমাজের তারা
মুরুবি,
নিরীহ হারানো হরিণশিশু সম মন খুঁজে
তখন, সিংহীর বুকে স্তনের গ্রন্থী,
তারা নাকি ধর্মীয় পুরোধা,
এ কেমন বিশ্বাস, এ
কেমন পিপাসা
মানুষের
রক্তে যাদের তৃপ্তি, এ কেমন অনাসৃষ্টি !
মানবিকতা যেখানে অধ:পতন
মুখী - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Painting by Parag Pendharkar India