মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

তারা মানুষ ছিল কি - -

তারা মানুষ ছিল, কি বর্বর আদিম প্রাণী,
হঠাৎ করে গেছে ধ্বস্ত সব কিছু,
উঠন্ত ধোঁয়ার মাঝে শিশুর 
কান্না, বিচ্ছিন্ন আস্থা 
নিয়ে দেউলের
দ্বারে 
সে খুঁজে চলেছে নিজের পোড়া ঘরের - - 
ঠিকানা, কোন পন্থের ছিল ওই 
আততায়ী, কোন বন্য 
সমাজের তারা 
মুরুবি,
নিরীহ হারানো হরিণশিশু সম মন খুঁজে 
তখন, সিংহীর বুকে স্তনের গ্রন্থী, 
তারা নাকি ধর্মীয় পুরোধা,
এ কেমন বিশ্বাস, এ 
কেমন  পিপাসা 
মানুষের 
রক্তে যাদের তৃপ্তি, এ কেমন অনাসৃষ্টি !
মানবিকতা যেখানে অধ:পতন
মুখী - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Painting by Parag Pendharkar India

কুহকভরা মলাটের বই - -

জীবনের বাস্তবিকতা যদি চায় মন খুঁজতে,
কুহকভরা মলাটের বই সরিয়ে এক  
দিকে, কোনো এক দিন এসো 
ওই অন্ধকার ঘিঞ্জি 
গলির মোড়ে, 
যেখানে
শৈশব, রাতারাতি পৌঁছিয়ে যায় পূর্ণবয়স্ক
ঢাল পথে, সূর্যের প্রথম কিরণে, পাপড়ি 
খোলার সাধ, অসময়ে মরে 
যায় যখন বুকে, ধোঁয়া 
আর স্বাসরুদ্ধের 
মাঝে 
তখন এক মৌন চুক্তি, পরস্পর নালিশের -
যেখানে কোনো সুযোগ নেই, শুধুই 
বর্তমানের সাথে বোঝাপড়া,
অতীত ও ভবিষ্যত 
যেখানে অর্থহীন, 
চেনা বইর 
অবুঝ 
পাতায় হারানো, হাঁফিয়ে ওঠা কিছু আবছা 
বর্ণমালা এবং অন্ধকার রাত্রি - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by joe cartwright