মঙ্গলবার, ২৮ জুন, ২০১১


অদেখা পৃথিবী 
 হাসাতে পারি নি কোনো ও ভাবে 
তার এই বিফলতায় মন কষ্ট পায় -
কি বা করি হাসতে গেলেই চোখের 
বন্ধু গড়িয়ে আসে পথের মাঝে,
সে শুধুই ভাবে আমার লাগি দিবা 
নিশি, সরে যাওয়া এত সহজ নয় 
আজন্ম ঘিরে রয়েছে উদাসীন ওই 
দেওয়ালের পলাস্তর খসা হৃদয়,
চেয়ে থাকি মন্ত্র মুগ্ধ ওই  কৌতুক !
হয় তো ক্ষণস্থায়ী সে দিয়ে যাবে 
কিছু রফু জাতীয় স্বপ্নের তাপ্পি 
রজনীগন্ধার গুচ্ছ, আতরের শিশি 
বদলে হয় ত তার চাওয়া অশেষ 
দেহের ভিতরের পৃথিবী তার 
অদেখা, সে দেখতে চাইবে ও না,
ওই ভূমি হলো দেবদাসীর জগত 
দেবতার ছাড়া প্রবেশ যেন নিষিদ্ধ,
সে পুরোহিত হতে চায় শুধু 
দক্ষ পতঙ্গ কি আগ্নেয় গিরি কিংবা 
হাসির সম্মোহনে খেলতে চায় 
আদিম আঁধারের খেলা, তার এই 
ছদ্মবেশী  রূপ করে আতঙ্কিত 
আমি চেয় ও হাসতে চাই না কোনো 
ভাবে, যে যায় ফিরে যাক -
-- শান্তনু সান্যাল