শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪

অসমাপ্ত মৃগতৃষ্ণা - -

সে আবার আজ শব্দের পাশা ফেলেছে,
ভাবনার চৌকোণ ঘরে, পুনরায়
জীবন হতে চায় পরিপূর্ণ
ভাবে পরাজিত !
তার নয়ন
কোণে
ঝিলিকিয়ে ওঠে মেঘরঙ্গী শিশির বিন্দু
কি ঘনীভূত অশ্রু, না চেয়েও খুব
জানতে ইচ্ছে করে ! জানা -
সত্তেও যে আমি, এক
ছারখার ব্যক্তিত্ব,
তবুও তার
ওই অজানা বিষপ্রাসনের অভিলাষ - -
উদ্বেলিত করে যায় অন্তরতম !
আমি যে এক পরিযায়ী
পাখি, কোথায়
আমার
স্থায়ী আস্তানা, বহুবার বুঝিয়েছি তাকে
তবুও জানি না কেনো, সে সজল
চোখে, ভালবাসার প্রদীপ
যথারীতি রাখে
জ্বালিয়ে !
আর যেন আমি, কাটা অশ্বত্থ গাছের - -
শাখা প্রশাখা, বুকে লুকিয়ে রাখতে
চাই তার বিক্ষিপ্ত প্রেমের কিছু
কচি পাতা ! পুনর্জন্মের
যেন অসমাপ্ত
মৃগতৃষ্ণা !

* *
- শান্তনু সান্যাল




http://sanyalsplanet.blogspot.in/
art by simon bull 1

মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪

অন্তিম বিচারের রাত্রি - -

ওই অন্তিম বিচারের রাত্রিতে তোমার
ঘাড়ে থাকবে অদৃশ্য বহু বাড়ন্ত
হাত, আজ তোমার হাতে
আছে নগ্ন তলোয়ার,
করে যাও
নৃশংস
হত্যাকান্ড ! এ কেমন রক্ত পিপাসা -
কে তোমার হিংস দেবতা, যে
ভালবাসে নিরীহ মানুষের
রক্তপাত, এ কেমন
ধর্মীয় - দর্শন
যে করে
দানবের মহিমামন্ডন, ইতিহাস করে
আপন অক্ষে বারংবার সহজে
পুনরাবৃত্তি, মহাভারতের
পুনরাগমন শুধুই
নয় পুরাকথা
কিংবা
শ্রুতি, অদৃশ্য থাকে চিরদিন জীবন -
রথের সারথি, নিয়ে অসংখ্য
হাতে সুদর্শন চক্র,
অধর্মের অন্ত,
যুগে যুগে
অবশ্যম্ভাবী, মানব ধর্ম চিরকাল বহে
যায় শাশ্বত দিব্য প্রবাহে - -

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
reflection of art

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪

কল্পনার শুন্যযাত্রা - -

 মধ্য রাতের আমি স্বপ্নিল পথিক
হেঁটে চলেছি একাকী, ছায়া -
পথ পেরিয়ে, বহু দূর
দিগন্ত রেখার
পারে !
সম্ভবতঃ তুমি আছো দাঁড়ায়ে ওই
ঝিলমিল অরণ্য নদীর তীরে,
দেহে জড়িয়ে বিহানের
কচি আলো, অধর
কুলে ফুটিয়ে
আছো
সদ্য পুষ্পিত গোলাপ ! তোমার -
জগতে, জীবন যেন দামাল
নির্ঝর, বহে যায় নিজের
ইচ্ছায় অবাধ্য
আবেগে,
জানি এ সব কল্পনার শুন্যযাত্রা,
বাস্তবিক ধরাতল খুবই
খাঁজকাটা, তা সত্তেও
মন লিখে যেতে
চায় কিছু
মসৃন কবিতা, কিছু মখমলীয় -
ভাবনার অর্ঘ্য তোমার
চোখের তলে, দিব্য
অঞ্জনের রূপে
চিরদীপ্ত
আশায়, অন্যথা কে জানে কখন
যে যাবে ভেঙে, নিঃশ্বাসের
তন্তু খুবই কাঁচা !

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
scattered realization

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪

অন্তহীন নীরবতা - -

জীবনের প্রতি, কোনো দিনই ছিল - -
না কোনো অভিযোগ, যার
যত ছিল আঁচল, অতই
পেল উপহার, যদি
সব কিছুই
ঝুলে রয় কল্পতরুর শাখায়, তা হলে
জীবনটা হতো খুবই বিরক্তিকর,
নীরস, সারাটা দেহ যদিও
বিক্ষুব্ধ, আক্রোশে
ভরা তবুও
মেঘলা আকাশের পারে কোথায় - -
যেন আছে, তারক ভরা
উন্মুক্ত জোছনার
জলসা, ওই
রহস্যময় খুশির জুয়ারে ভেসে যেতে
চায় জীবন, উড়ে যাক সমস্ত
অনর্থক গণনার পৃষ্ঠা !
অপ্রকাশিত থাক
যথারীতি
দিনলিপির মান অভিমান, আরশির
নিয়তি যখন অকস্মাৎ ভাঙন,
এত সোনালী ফ্রেমের মানে
বা কি, জানতে চায়
অনেক সময়ে
নিজস্ব
প্রতিফলন, আর ভাবতেই না ভাবতে
সব কিছু হয়ে ওঠে নিমিষে, ঠিক
ঝড়ের পরে উধ্বস্ত তীর
ভূমির অন্তহীন
নীরবতা !

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
primura_obconica

রবিবার, ১৯ অক্টোবর, ২০১৪

আরভমাণ - -

ঝরে গেছে যখন সমস্ত নবমালিকার
লাজুক শাখাগুলি, শেষ প্রহরে
দেখি, খুঁজে চলেছে নীহার
বিন্দু, পাতায়
পাতায়
কিছু বাদবাকি গন্ধের পরশ, আসলে
হারাবার পরেই মানুষ বোঝে
ভালবাসার মূল্য !
ঠিক ওই
নাভির রহস্য নিয়ে বুকে কস্তুরী মৃগ
হয়ে ওঠে ক্রমশঃ জীবন,
নিজস্ব বৃত্তের বাইরে
খুঁজে বেড়ায়
সুরভীর
উৎস, ধেয়ে যায় কাঁটা ভরা অরণ্য -
পথে দুর্দান্তভাবে, যখন মানুষের
কাছে বাহ্য আবরণ হয়ে
ওঠে অর্থবহুল
মনের
গভীরতা উত্তরোত্তর যায় হারিয়ে - -
সেখান থেকেই ওই অদৃশ্য মরু
মরীচিকা পথের
আরভমাণ।

* *
- শান্তনু সান্যাল

  


http://sanyalsplanet.blogspot.in/
Daisy

শনিবার, ১৮ অক্টোবর, ২০১৪

অভিনয়ের বাস্তবতা - -

চেনা অচেনা সমস্ত চেহারা ছিল -
সম্মিলিত, ওই তামাশার
ভিড়ে, যখন চোখ
মিলল চোখের
সাথে
দেখি, কত আপনজন হটাৎ উধাও
চোরাগলির মোড়ে ! অবাস্তব
কিছুই নেই এখানে,
আলোর সাথী
সবাই
এই জগতে, অন্ধকারে এমন কি - -
নিজস্ব ছায়া পর্যন্ত বলে যায়
মৌন ভাবে " আজ -
তা হলে আসি "
উঠন্ত
সূর্যের সবাই উপাসক, নিমজ্জনের -
পরে মানুষ করে কৃত্রিম
আলোকের সজ্জা !
সন্ধ্যার সাথে
হারিয়ে
যায় কোথায় যেন সমস্ত আত্মীয়তা,
অকস্মাৎ, যেন খসে পড়ে ছদ্ম
মলাট, আর ঝরে যায়
হরফ প্রতি হরফে
অভিনয়ের
বাস্তবতা,
তখন হৃদয়ের পৃষ্টতল খুবই স্পষ্ট - -
এঁকে রাখতে চায় মন আসল
ও নকলের বহু
প্রতিফলন !

* *
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.in/
 Kathy Los-Rathburn, Watercolors
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguWhHZtVm_mY4p-QB6qsjMjFwqJm-lyU_RUImh408QEnOanMNcnedbkKHSbMFaDC9U6uERyiDfv0YqlxmwOtl47_lE07KVK0J0rahlgQ9OIBQ5zDjldSepqsUCc1-WDIR5qnGsMwis82I/s1600/delphenium+gardens+003.JPG

শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪

মহানায়ক - -

অনেকই দ্বিচরিত ভাবে করে যায় উদ্বর্তন,
ক্ষতি বলতে কিছুই নাই, অবশ্যই সেটা
ব্যক্তিগত ব্যাপার, সবাই যখন
বেঁচে থাকার জন্য কিছুই
করতে পারে, তা
হলে আমি
অথবা তুমি কি অন্য উপগ্রহের প্রাণী ! - -
কিছু মুখোশ পুরাতন, কিছু হয় 'ত
আছে অত্যাধুনিক, আবার
অনেকই ব্যবহৃত,
শুধুই রং
রোগন করে, নব নাটকের জন্য পুনরায়
প্রস্তুত, দর্শকের দীর্ঘা কোনো দিনই
হয় না ফাঁকা, অষ্টম প্রহর
রয়েছে চাহিদা, কি
ভাবে ফেলবে
মোহপাশ
সেটাই হলো আসল কৌশল, মহানগরের
বিস্তৃত রঙ্গভূমি সদাই জন  অরণ্যে
ভরা, প্রশ্ন হলো একটাই, যে
কে কত বড় ছদ্মবেশী
এই জগতে ?

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
8e337da9233f6d932dbb800aac6ddbcd[1]

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

অনেক সময় জীবনে - -

অনেক সময় জীবনে, অনেক কিছুই
ঘটে যায় অপ্রত্যাশিতভাবে,
যার মানুষ কল্পনাও
করে না, তবুও
জীবন -
যাত্রা, যথারীতি এগিয়ে যায় চেনা -
অচেনা পথে, আলো ছায়ার
খেলা এবং রহস্যময়
নিয়তির
কুয়াশা, অবশ্যই পথ খুঁজা সহজ নয়,
তবুও বেঁচে থাকার অদম্য ইচ্ছা,
হয়ে ওঠে মেহেদীর মিহি
পাতা, সময়ের
পাথরে
লিখে যায় রক্তিম বর্ণে নব কবিতা !
কত বার মনে হয় হাতের ঠিক
নাগালে আছে কিনারা,
নামতেই স্বপ্নের
গভীরতা
বুঝিয়ে দেয়, এখনো বহু দূরে  আছে
জোছনায় সিক্ত ভূমি ! চাঁদ
এখনো ওঠে নি নীল -
আকাশে,
শুধুই খেলে চলেছে বন্য নদীর কূলে -
কাশফুলের ঢেউ - -

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
Painting by Laurie Justus Pace

রবিবার, ৫ অক্টোবর, ২০১৪

অন্তিম সোপান - -

প্রগাঢ়ভাবে সে জড়িয়ে রয়, অন্তর্তমের
প্রচ্ছন্ন ভাবনার অঞ্চল ! যখন
সমস্ত দুনিয়া নিজের
মাঝে গুটিয়ে
চলেছে,
সে তখন খুলতে চায় বুকের বন্ধ কপাট,
ভাঙতে চায় আমার পুরুষালী
অহংকার, অকস্মাৎ সে 
হয়ে ওঠে মুহুর্তে এক
প্রাগৈতিহাসিক
হিংস
প্রাণী, কিছু ক্ষণের জন্য হয়'ত তার রূপ
যায় বদলিয়ে, তখন সে আর নয়,
তথাকথিত ধৈর্য্য - ত্যাগের
মূর্তি ! ওই পরিবর্তিত
প্রকৃত রূপের
আছে
নিজের সৌন্দর্য্য, সৃষ্টি পূর্বের অকৃত্রিম -
রূপ, প্রেমের পরাকাষ্ঠা ! কিংবা
প্রণয়ী উপাসনার অন্তিম
সোপান, যেখানে
আমি এবং
তুমির
তফাৎ বলতে কিছুই থাকে না, জলের
সমতুল্য নিঃশ্বাস যায় মিলে আর
বহে যায় শাশ্বত পথে - -

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
painting by artist parastoo ganjei 1

বুধবার, ১ অক্টোবর, ২০১৪

জীবনের জামিননামা - -

ক'এক দিন বেশ ভালই লাগলো,
ঢাকের ওই একঘেয়ে সুরেও
জীবন যেন কিছু খুঁজে
পেল, বহু দিনের
পরে মনের
মানুষের সনে পুজো মণ্ডপে দেখা,
প্রথমে সে চিনতেই পারি
নি, অথবা নিজেকে
গুটিয়ে রাখার
রণনীতি !
আসলে মানুষ খুবই স্ব - কেন্দ্রিত,
অদৃশ্য খোল ঘিরে রাখে
নিজের আসেপাশে,
যখন ডাক
দিলাম
সে ফিরে দেখেছে নিশ্চই, কিন্তু -
না দেখার সুন্দর ভান করে
গেছে ভিড়ের মাঝে,
আবার দেখি
দূর থেকে
হাত ঝাঁকিয়ে, বলে গেল সম্ভবতঃ
দেখা হবে আবার অন্য কোনো
স্থানে, কিংবা নাও হতে
পারে, জীবনের
জামিননামা
বলতে
কিছু হয় কি, সারা পৃথিবী জুড়ে
অনিশ্চয়তা রয়েছে যেখানে,
তবুও জানি না কেন,
মানুষ পথ চেয়ে
থাকে ওই
ভিড়ে
নিরুদ্দেশ মানুষের জন্য, ফিরিয়ে
আনার কৌতুহল ফুরায় না
কোনো দিন।

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
art of Mary Ellen Golden