শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

নিরুদ্দেশ সকাল - -

বেলাশেষের যতটুকু আলো ছিল রেখেছি
বুকের পুরাতন পাঁজরে, কে জানে
কোথায় যে জীবনে, আঁধার
ঘনিয়ে আসে।অবশ্যই
তুমি আবার আজ
স্মরণ করিয়ে
গেছো
কিছু বিলুপ্ত অনুরাগের কাহিনী, নেপথ্যে
আবার শুনি, কার যেন চাপা কান্নার
শব্দ, অঝর বৃষ্টিতে প্রাণ খুলে
জীবন এখন বিদূষকের
ভূমিকায়, নামতে
চায় নিজের
ইচ্ছায়।
তুমিও যায় ফিরে, সবাই যায় ফিরে, এই
ফিরে যাওয়াটাই হলো নগ্ন সত্য,
এখানে নালিশের সংজ্ঞা
নিছক অর্থহীন,
শুধুই জোর
করে
একে অপরে অনিচ্ছায় বেঁধে রাখা, তাই
তুমিও, যতটুকু ভালোবাসা আছে
সামলিয়ে রাখো কিছু নিজের
বুকে একান্ত ভাবে, নিজের
জন্যে, কে জানে কত
যে দীর্ঘ এই ফিরে
আসার পথ,
এখনো
রাত পোহাতে অনেক বাকি, সকালের - -
দূর দূর নেই কোনো হদিশ।

* *
- শান্তনু সান্যাল






রবিবার, ৭ আগস্ট, ২০১৬

ভেতরের নিঃসঙ্গতা - -

চলো আজ হেঁটে আসি, শিকলমুক্ত পায়ে।
জনাকীর্ণ শহর হতে বহু দূর যেখানে
পাখিরা বাসা বাঁধে, আকাশটা
ভেসে ওঠে ঝিলের গায়ে।
তোমার মুখচোরা
ওই নিঃশব্দ
আবেগ,
যেন মুখরিত হতে চায় পুনরায়ে।চলো
আজ ভুলে যাই সমস্ত মনের দ্বন্দ্ব,
পাওয়া না পাওয়ার যত সব
হিসেব - নিকেশ, যখন
সব কিছুই এখানে
নিমিষের
খেলা !
তখন কি বা হবে সাজিয়ে অভিলাষের
অফুরন্ত  মেলা।যদিও চারদিকে
ভিড়ের জমাট, তবুও তুমি
কিংবা আমি, নিজের
মাঝে আছি নিজে
খুবই একেলা।

* *
- শান্তনু সান্যাল