এ কেমন বৃক্ষের মায়া, চার দিকে
বিস্তারিত সবুজ শাখা প্রশাখা,
তবু ও হৃদয় খুঁজে পায়
না একফালি
ছায়া,
এ কেমন আপন জনের চলাফেরা,
কথাবার্তার মাঝে ভেসে ওঠে
পরকীয় গন্ধের আভাস,
ভিড়ের মধ্যে তাই
জীবন খুঁজে
বেড়ায়
জানি না কাকে, সবাই কিছু ক্ষণের
জন্য অবশ্যই ফিরে দেখে,
তার পর মুখোশ ফেলে
রাখে নিজের
মুখে, এ
কেমন চতুষ্কোণীয় দেয়ালে ঘেরা -
প্রান্তর, হাজার চেষ্টায় বেঁধে
রাখতে পারে না মন,
ঠিক উড়ে যায়
পরিযায়ী
পাখিদের সাথে একদিন, স্মৃতির -
কিছু পালক উড়ে রয় মরু
ঝিলের তীরে
যথারীতি।
* *
— শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
বিস্তারিত সবুজ শাখা প্রশাখা,
তবু ও হৃদয় খুঁজে পায়
না একফালি
ছায়া,
এ কেমন আপন জনের চলাফেরা,
কথাবার্তার মাঝে ভেসে ওঠে
পরকীয় গন্ধের আভাস,
ভিড়ের মধ্যে তাই
জীবন খুঁজে
বেড়ায়
জানি না কাকে, সবাই কিছু ক্ষণের
জন্য অবশ্যই ফিরে দেখে,
তার পর মুখোশ ফেলে
রাখে নিজের
মুখে, এ
কেমন চতুষ্কোণীয় দেয়ালে ঘেরা -
প্রান্তর, হাজার চেষ্টায় বেঁধে
রাখতে পারে না মন,
ঠিক উড়ে যায়
পরিযায়ী
পাখিদের সাথে একদিন, স্মৃতির -
কিছু পালক উড়ে রয় মরু
ঝিলের তীরে
যথারীতি।
* *
— শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/