এখানে সৃষ্টির বিচিত্র সংরচনা
অগ্নিগর্ভের ভিতরে লুকিয়ে
রয় ভূকম্পনের
সম্ভাবনা,
ভ্রুণ কোষের স্তরে স্তরে বহু
অদৃশ্য অগ্নিশিখা লহর
খুঁজে মুক্ত জীবনের
শুধু এক
কণা,
বিভ্রান্ত পরিত্রাণের পরিভাষা
কেন্দ্রকে ঘুরে অহর্নিশ
আবেশের স্তম্ভ !
পরিধির
চক্র -
রেখায়, ছদ্ম চিন্তনের বিন্দু
মোহের আবর্তন ঘুরে
রয় চিরন্তন,
নগ্ন
চোখে সেটা দেখা সহজ নয়
মায়াবী জগতের সেই
আলোক, ফেলে
আঁধারে মিহি
জাল,
প্রাণের মীন হারিয়ে ফেলে
বহির্গমনের পথ,
এখানেই
জীবন চায় মোক্ষ প্রাপ্তির
সাধন, সৃষ্টি করে
নানান
কাল্পনিক পুজাস্থল, তর্ক -
দর্শন, অসমাপ্ত
অনুত্তরিত
গ্রন্থ,
যদিও অখিল বিশ্ব থাকে নিজের
ভিতরে, খুঁজে পায় না
কোনো ভাবে.
-- শান্তনু সান্যাল