উপশমের ভিড়ে জীবন খুঁজে শুধুই তার
চোখের সিক্ত প্রলেপ, বাহ্য দেহের
মর্মঘাতের আয়ু ছিল
অল্পকালীন,
সময়ের
সাথে গেছে হারিয়ে, অন্তর তৃষা চিরন্তন
করে যায় সন্ধান, সেই অদৃশ্য
সত্তার পুনরাবির্ভাব,
অনন্ত প্রেমের
গহিন
স্বীকারোক্তি ! হৃদয় দহনের পূর্ণ সমাপ্তি,
যেখানে মুক্ত আকাশ, পৃথিবী
শান্ত স্থির, দুরন্ত মহা
সাগরের ঢেউ
চায়
চিরস্থায়ী শান্তি, সেই পরম বিন্দুর পথে
অগ্রগামী ভাবনার একাকী
পথিক - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/