থেমে আছে যেন শূন্যে, কুহেলীর রহস্যময়
নদী, দুই ভাসন্ত পাহাড়ের মাঝখানে,
ওই রোমাঞ্চিত জগতে, প্রায়ই
মন খুঁজে, তোমার
প্রেমের
গভীরতা, বহুবার দেখেছি তোমায় ওই - -
মিহি মেঘের গুড়োর সাথে, উড়ে
চলেছো জানি না কোথায়,
সারা দেহে জড়িয়ে
প্রথম বর্ষার
অনুভূতি,
এক বিচিত্র নীরবতার মাঝে, অনেক বার -
তুমি যেন জমাট ভাবনার পরত,
অদ্ভুত চাহনির সঙ্গে, চেয়ে
আছো আমার বক্ষের
অভিতপ্ত ভূমি,
হদয়ের
ঊষর অঞ্চল সহসা আশান্বিত, উর্বরতার -
স্বপ্ন নিয়ে বুকে, জেগে রয় সারা রাত,
ওই বিনিদ্র মুহূর্তে, আমি ভুলে
যেতে চাই জীবনের
সমস্ত বিফলতা,
অতীতের
জানা অজানা সমস্ত দংশন, বিষাক্ত স্মৃতি -
হতে পুরোপুরি মুক্তি - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
misty valley
নদী, দুই ভাসন্ত পাহাড়ের মাঝখানে,
ওই রোমাঞ্চিত জগতে, প্রায়ই
মন খুঁজে, তোমার
প্রেমের
গভীরতা, বহুবার দেখেছি তোমায় ওই - -
মিহি মেঘের গুড়োর সাথে, উড়ে
চলেছো জানি না কোথায়,
সারা দেহে জড়িয়ে
প্রথম বর্ষার
অনুভূতি,
এক বিচিত্র নীরবতার মাঝে, অনেক বার -
তুমি যেন জমাট ভাবনার পরত,
অদ্ভুত চাহনির সঙ্গে, চেয়ে
আছো আমার বক্ষের
অভিতপ্ত ভূমি,
হদয়ের
ঊষর অঞ্চল সহসা আশান্বিত, উর্বরতার -
স্বপ্ন নিয়ে বুকে, জেগে রয় সারা রাত,
ওই বিনিদ্র মুহূর্তে, আমি ভুলে
যেতে চাই জীবনের
সমস্ত বিফলতা,
অতীতের
জানা অজানা সমস্ত দংশন, বিষাক্ত স্মৃতি -
হতে পুরোপুরি মুক্তি - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
misty valley