রবিবার, ১৫ জানুয়ারী, ২০১২


পলাতক ছায়া 

আধো রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, দেখি নিরাকার, 
অনিরুদ্ধ, আমার ছায়া দাঁড়িয়ে আছে দরজায়,
জোছনার আলোয় স্পষ্ট দেখতে পাই তার 
বাস্তব অস্তিত্ব, বিচ্ছিন্ন, অতৃপ্ত, মায়ার 
শিকলে জড়িত, হাত বাড়িয়ে 
আকাশ পানে চাইছে 
মুক্তির উপায়,
চার দিকে 
হাহাকার, আকুল আকাঙ্ক্ষার গোঙানি, আমি -
থামাতে চাই তার আর্তনাদ, কিন্তু শব্দ 
যেন বুকে আটকিয়ে চলেছে, ক্রমে 
সে সরে দূর বহু দূর হয়ে 
যেতে চায়, কিংবা 
না চেনার 
ভান 
সাজিয়েছে, দেখি সে  প্রায়ঃ উড়ন্ত অবস্থায় এখন, 
ভেসে চলেছে জানি না, কোন দিগন্ত ছুঁতে,
কিসের সন্ধানে হয় উঠলো যে 
উতলা, উদাস চোখে চেয়ে 
আছি তার এই ভাবে 
জীবনের বিরক্তি,
প্রত্যাখ্যান,
ফিরিয়ে আনতে চায় মন, তার অকালীন বৈরাগ্য,
কিংবা অসাধারণ কিছু পাবার লালসা থেকে,
জানতে চায় রহস্য, কারণ, পরিস্থিতি,
বাঁচাতে চাই নিজেকে নিজের 
হাতে, আত্মহননের পথ 
থেকে বিমুখ হতে, 
স্বপ্নের সীমা 
নির্ধারিত করতে, জীবন ইচ্ছুক পুনরায় পুনরায় -
তাকে ফিরিয়ে আনতে, অবোধ শিশু তুল্য 
ওই বায়না, মিথ্যে ভরসা দিয়ে 
আবার জড়িয়ে রাখতে,
ছায়াবিহীন আমি 
শুন্য ছাড়া যে 
কিছুই নয়,
তাই 
উপত্যকার সীমানায় দাঁড়িয়ে ডাক দিয়ে চলেছি 
যদি সে ফিরে আসে, পলাতক কিশোরের 
মত, কচি দাড়ি গোঁফ গজিয়ে মুখে, 
দুঃস্বপ্ন ভাঙার পরে, যেন এক 
দগ্ধ সাঁঝে সে হাজির হাতে
নিয়ে মেঘের গুঁড়া,
আরণ্যক হতে 
গৃহ প্রবেশ !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
horse rider - Paintings by Leonid Afremov 






বন্য ভালবাসা 

আমার পথ কোনো দিনই ছিল না সোজা, আঁকাবাঁকা 
রাস্তায় হাঁটার মোহিনীমায়া ঘিরে রইলো সারাটা 
জীবন, শৈশবের ওই উপজাতি বন্ধুদের সঙ্গে 
প্রচণ্ড রোদে পাহাড়ের গায়ে অনর্থক 
ঘোরা, ঝরনার জল, জংলি ফল 
খাওয়া, তাই আজ ভাবি 
সেই অরণ্যের সুখ 
যদি আবার 
ফিরে 
আসে, খালি পায়ে দৌড়িয়ে যেতে ইচ্ছে করে সেই 
নিখোঁজ আদিবাসী গ্রামে, গরমের ছুটিতে 
অনেক রাত অব্দি নদী পাহাড়, লুক -
ছুপ, নানান নামের খেলার ফাঁকে 
কচি প্রেমের আকর্ষণ, 
অজ্ঞাত দুর্বলতার
উদয়, লেবু 
ফুলের 
গন্ধের মাঝে জড়িয়ে ধরে নিষ্পাপ আদর করা, 
স্বাভাবিক ভাবে শুধু কাছে যাওয়া, ওই 
খেলার সঙ্গে স্বপ্নীল মাটি শরীরে 
জড়ানো, ঘুমের জগতে সে 
তখন গঙ্গা ফড়িং 
আমি ধরতে 
চাই তার 
পারদর্শী রঙ্গীন ডানা, সে উড়ে চলেছে নদীর উপর 
হতে পাহাড়ের শিখর প্রদেশে, হয় তো 
পাহাড়ের ওই পারের মাদলের 
সুরে, উন্মুক্ত রূপে সে চায় 
মিলে যেতে, বাহিরের 
দুনিয়া সে দেখতে 
চায় না, তাই 
অবাক 
ভাবে চেয়ে রয় আমার সভ্য ভালবাসা, তার ওই 
শ্যামলা মুখে স্পষ্ট অবিশ্বাসের তড়িত
খেলে নিমেষে, খেলার ভাঙ্গনে সে 
আস্তে ফিসফিসিয়ে জানিয়ে 
দিয়ে যায়, তার প্রেম 
যাযাবর নয়,
বন্য হতে 
পারে,

-- শান্তনু সান্যাল 
PAINTING BY - SHIRLEY SHELTON