সোমবার, ৭ মে, ২০১২


অনন্ত বর্ষণের পরে ও অশান্ত 

ব্যবহৃত কাপড়ের মত সে ছুঁড়ে ফেলেছে, বোধ হয় 
ভাবের খেলনা, ভাঙার আগে শব্দ শোনা 
যায় নি, যেন ঘরের এক কোণে
এলোমেলো পড়ে রয়েছে 
অন্ধকারে ভাব -
প্রবণতা,
বহুখণ্ডিত রূপে উপেক্ষিত, তবুও চেয়ে রয় নিরীহ 
ভালবাসা, তার নিশুতি রাতের জাগরণে,
দেহ ও প্রাণের নতুন আবরণে, এক 
অদ্ভুত পুরাতন গন্ধ লেগে 
রয় যেন শুকনো 
ফুলের দাগ 
পৃষ্ঠা ছিঁড়ে গেলেও সাথ ছাড়ে না, অবশ্যই পাপড়ি 
ঝরে যায় সময়ের আঘাতে, ওই শুষ্ক পুষ্পের 
কঙ্কালে লিখে থাকে স্মৃতির ইতিহাস,
মৌসুমী হিসাব, কিছু দেওয়া 
নেওয়ার নিঃশ্বাস, ভাঙা
আস্থা বিগলিত 
বিশ্বাস,
দীর্ঘস্থায়ী ঘা তখন আগ্নেয়গিরির মুখ, ঝিলে বদল 
হতে সময় চায়, হয় ত এক শ্রাবণ অথবা 
অনন্ত বর্ষণ, জানি না কোনো দিন 
সে নৈসর্গিক ভাবে শীতল 
হতে পারে কি না,
বলা কঠিন,

- শান্তনু সান্যাল
painting source  APOD Robot