অতিবাহিত যামিনী
করে গেছে জীবনের বিথী,
কুহকের রেশমে, উদ্ভাসিত জড়ায়ে,
নীলাভ অঁচল, ঝরেছে উন্মুক্ত
অচ্ছ সমাহিত, উন্মাদিত
রূপে, উচ্ছৃঙ্খল আলোর
বান, দিক দিগন্তে অবারিত ছড়ায়ে,
তোমার স্পর্শের চিত্রলিপি
ছিল নিগূঢ়, পড়তে
পারি নি সারা টা
জীবন, হৃদয় নিরুদেশ্য ধেয়ে যায়ে,
বিভ্রান্তির আকাশগঙ্গার তীরে
জানি কত রবি শশি যায়
ডুবে, তবু সেই
মৃগজলে,আমি আছি হাত বাড়ায়ে !
সকালের কচি বয়স ছিল ক্ষণিক
ঢলে যাবে দিবাসান্তে জানি
সমস্ত সম্মোহনের পাশা,
এখানেই খুঁজি -
পুনর্জন্মের মন্ত্র, মেখে প্রেমের ভষ্ম গায়ে,