বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

সন্ধান - -

 

ফুল বিহীন ফুলদানি কেমন যেন চেয়ে
থাকে ভাঙা কাঁচের জানালা, তীক্ষ্ণ
কিনারে বিঁধে আছে পাখির
ডানা, বৃহৎ শব্দকোষ
খুলে রাত খেলে
শব্দ সন্ধানের
খেলা, নির্ঘুম
চোখে
জীবন খুঁজে বেঁচে থাকার ঠিকানা, এই
ভাবেই রোজ রাতে আমি পরি কাঁচের
পোষাক, নগ্ন দেহে আঁকি স্বপ্নিল
ট্যাটু, দাঁড়িয়ে থাকি অন্ধকার
গুহার মুখে, জোনাকির
টোপ দিয়ে সকালের
শিকার করি, পদে
পদে খুঁজি বেঁচে
থাকার এক
নতুন
বাহানা ।
* *
- - শান্তনু সান্যাল