এরা কোন অসুর যুগের প্রাণী, নিমিষে -
গেছে নিভিয়ে সদ্য জ্বলন্ত দীপ -
মালিকা, কিসের জন্য
এত উদ্বায়িতা,
কোন
নির্মম দেবতার এরা উন্মাদিত অনুচর,
কোন সত্তার নামে করে গেছে
নিরীহ শিশুদের নৃশংস
হত্যা, এ কেমন
মূক বধির
সমাজ
সব কিছু দেখেও যেন অন্ধ হয়ে চলেছে -
ক্রমশঃ, আসলে এখানে আমরা
সবাই যেন অদৃশ্য রোগে
হয়ে উঠেছি পঙ্গু,
প্রতিবাদ
করতে ভয় পাই যাকে বলে গণ ভীরুতা,
ওই স্ব - স্বার্থের গুটির মাঝে বুনে
চলেছি নিজস্ব এক রেশমের
দুনিয়া, আর আছি
সংজ্ঞাহীন
নিজের ঘরে নিজের রচিত অনাম নগরে,
যদিও চার পাশে ধু ধু করে জ্বলে
উঠছে মানবতার ধোঁয়া,
এটায় কি জীবনের
মর্ম, নিজের
বাইরে
কেন মানুষ বেরিয়ে আসতে আজ খুবই
দ্বিধাগ্রস্ত - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Connie Towns WATERCOLOR
গেছে নিভিয়ে সদ্য জ্বলন্ত দীপ -
মালিকা, কিসের জন্য
এত উদ্বায়িতা,
কোন
নির্মম দেবতার এরা উন্মাদিত অনুচর,
কোন সত্তার নামে করে গেছে
নিরীহ শিশুদের নৃশংস
হত্যা, এ কেমন
মূক বধির
সমাজ
সব কিছু দেখেও যেন অন্ধ হয়ে চলেছে -
ক্রমশঃ, আসলে এখানে আমরা
সবাই যেন অদৃশ্য রোগে
হয়ে উঠেছি পঙ্গু,
প্রতিবাদ
করতে ভয় পাই যাকে বলে গণ ভীরুতা,
ওই স্ব - স্বার্থের গুটির মাঝে বুনে
চলেছি নিজস্ব এক রেশমের
দুনিয়া, আর আছি
সংজ্ঞাহীন
নিজের ঘরে নিজের রচিত অনাম নগরে,
যদিও চার পাশে ধু ধু করে জ্বলে
উঠছে মানবতার ধোঁয়া,
এটায় কি জীবনের
মর্ম, নিজের
বাইরে
কেন মানুষ বেরিয়ে আসতে আজ খুবই
দ্বিধাগ্রস্ত - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Connie Towns WATERCOLOR